কাজির বাজার ডেস্ক
সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে নৌকা প্রতীকে ভোট চাইলেন জাতীয় পার্টি থেকে নির্বাচিত সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টির সাবেক ভাইস চেয়ারম্যান ইয়াহিয়া চৌধুরী।
সিসিক নির্বাচনে জাতীয় পার্টির লাঙল প্রতীকের প্রার্থী থাকা সত্তে¡ও নৌকা প্রতীকে ভোট চাওয়ায় নগরজুড়ে এ নিয়ে চলছে আলোচনা-সমালোচনা।
শুক্রবার রাতে সিটি করপোরেশনের ১৮নং ওয়ার্ডের ঝেরঝেরি পাড়ায় নৌকার মনোনীত প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরীর সঙ্গে মতবিনিময় সভায় ইয়াহিয়া চৌধুরী বিশেষ অতিথির বক্তব্যে উপস্থিত জনসাধারণের কাছে নৌকার পক্ষে ভোট চান।
বিশেষ অতিথির বক্তব্যে ইয়াহিয়া চৌধুরী বলেন, দলমত নির্বিশেষে নৌকার বিজয় সুনিশ্চিত করে সিলেটের উন্নয়ন কার্যক্রমকে এগিয়ে নিতে হবে। প্রধানমন্ত্রীর মনোনীত প্রার্থী আনোয়ারুজ্জামানকে বিজয়ী করতে সবাইকে একযোগে কাজ করতে হবে।
এ সময় তিনি আরও বলেন, আমি একটি দলের কর্মী, তারপরও আমি এমন একজনের পক্ষে ভোট চাইতে এসেছি। যদি আপনাদের রাত ২টার সময় কোনো সমস্যা হয় এবং তাকে ফোন দিলেন তিনি আপনাদের ডাকে সাড়া দিবেন। তাই আমি আমার দলীয় পরিচয় ভুলে উনার পক্ষে আপনাদের কাছে ভোট চাচ্ছি।
বক্তব্যকালে ইয়াহিয়া চৌধুরী বলেন, আনোয়ারুজ্জামান একজন ভালো মনের মানুষ। দীর্ঘদিন থেকে আমি তাকে চিনি। তিনি নগরবাসীর উন্নয়নে কাজ করতে বদ্ধপরিকর। আগামী ২১ জুন নৌকা মার্কায় ভোট দিয়ে নৌকাকে বিজয়ী করার আহŸান জানান তিনি।
জাতীয় পার্টির প্রার্থী থাকা সত্তে¡ও আওয়ামী লীগের পক্ষে ভোট চাওয়ার বিষয়ে জানতে চাইলে ইয়াহিয়া চৌধুরী ঢাকা পোস্টকে বলেন, নৌকার প্রার্থী আনোয়ারুজ্জামানের সঙ্গে আমার এলাকাবাসীর মতবিনিময় সভা ছিল। এটি কোনো রাজনৈতিক দলের সভা ছিল না। উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার জন্য আমরা ভোট চেয়েছি। আমাদের এলাকায় যারাই আসবেন আমরা তাদেরকে দোয়া দেব।