সামাজিক অবক্ষয়রোধে ইমাম ও ধর্মীয় নেতারা ভূমিকা রাখতে হবে

6
ইমাম প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে জেলা প্রশাসক

সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান বলেছেন, শিল্প ও প্রযুক্তির কল্যাণে মানুষের জীবনমান উন্নত হলেও নৈতিকতার মান উন্নত হচ্ছে না। অর্থনৈতিক সমৃদ্ধি হলেও মূল্যবোধের সমৃদ্ধি আসছে না।
ফলে সামাজিক অবক্ষয় তৈরি হচ্ছে। এই অবক্ষয় রোধে মানুষের মননে নৈতিকতার ভিত্তি গড়ে দিতে ইমাম ও ধর্মীয় নেতারা কার্যকর ভ‚মিকা রাখতে হবে।
বৃহস্পতিবার নগরীর ইমাম প্রশিক্ষণ একাডেমিতে পাঁচদিন ব্যাপি ইমামদের রিফ্রেসার্স কোর্সের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইমাম প্রশিক্ষণ একাডেমি সিলেটের উপপরিচালক মাওলানা শাহ মুহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে ও সৈয়দ ফখরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন ইসলামিক ফাউন্ডেশনের সিলেট বিভাগীয় পরিচালক মো. মহিউদ্দিন। অনুষ্ঠানে সাত জেলার নির্বাচিত একশো ইমাম অংশ নেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. মজিবর রহমান আরও বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুদূরপ্রসারী চিন্তার ফসল ইসলামিক ফাউন্ডেশন। বহির্বিশ্বে বাংলাদেশকে মধ্যপন্থার সহনশীল দেশ হিসেবে স্বীকৃতির পেছনে বড় অবদান ইসলামিক ফাউন্ডেশনের প্রশিক্ষিত ইমামদের। এই মিশনকে আগামীতে আরও এগিয়ে নিতে হবে।
সভাপতির বক্তব্যে ইমাম প্রশিক্ষণ একাডেমি সিলেটের উপপরিচালক শাহ মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেমন ছিলেন একটি স্বাধীন-সার্বভৌম রাষ্ট্রের মহান স্থপতি, তেমনি ছিলেন দেশে সরকারি ব্যবস্থাপনায় ইসলামের প্রচার-প্রসারের মহান পৃষ্ঠপোষক। দেশ স্বাধীনের পর মাত্র সাড়ে তিন বছর তিনি রাষ্ট্র পরিচালনার সুযোগ পান। এই সংক্ষিপ্ত শাসনকালেই তিনি রাষ্ট্রের উন্নয়নের পাশাপাশি ইসলামের প্রচার-প্রসারে অনবদ্য অবদান রাখেন। তাই যতদিন বাংলাদেশ থাকবে, ততদিন বঙ্গবন্ধু বেঁচে থাকবেন। বিজ্ঞপ্তি