শাবির প্রথম নারী কোষাধ্যক্ষ অধ্যাপক আমিনা পারভীন

15

 

শাবি থেকে সংবাদদাতা

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবি) প্রথমবারের মতো নারী কোষাধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের অধ্যাপক আমিনা পারভীন। তিনি শাবির ৭ম কোষাধ্যক্ষ হিসেবে আগামী চার বছরের জন্য এই পদে দায়িত্ব পালন করবেন। রবিবার রাষ্ট্রপতির অনুমোদনক্রমে উপসচিব মোছা: রোখছানা বেগম স্বাক্ষরিত এক আদেশে তাঁকে এ দায়িত্ব দেওয়া হয়।
অধ্যাপক আমিনা পারভীনের নিয়োগ প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের আচার্য ও মহামান্য রাষ্ট্রপতির অনুমোদনক্রমে এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন-১৯৮৭ এর ১৪ (১) অনুযায়ী অধ্যাপক আমিনা পারভীনকে চার বছরের জন্য এ পদে নিয়োগ প্রদান করা হলো। এছাড়াও নিয়োগের শর্তে উল্লেখ আছে, কোষাধ্যক্ষ হিসেবে তাঁর এ নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ হতে চার বছর হবে। তিনি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন-১৯৮৭ এর ধারা ১৪ উপধারা (৩) (৪) (৫) (৬) ও (৭) অনুসারে কোষাধ্যক্ষের দায়িত্ব পালন করবেন।