স্টাফ রিপোর্টার
দক্ষিণ সুরমার কদমতলীস্থ ফল মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। সোমবার দুপুর ১২টার দিকে আগুনের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট কাজ করে প্রায় ঘন্টা খানেক চেষ্ঠা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। অগ্নিকান্ডের বিষয়টি নিশ্চিত করেছেন কদমতলী ফল মার্কেটের ব্যবসায়ী আহসান হাবিব মঈন। তবে ক্ষয়ক্ষতি এবং কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে সে বিষয়ে তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
জানা গেছে, দক্ষিণ সুরমার কদমতলীস্থ ফল মার্কেটের একটি ফলের দোকানের ঢালাইয়ে স্তোপ করে রাখা প্লাস্টিকের ক্যারেটে (ঝুড়ি) আগুন লাগে। দুপুর ১২টার দিকে আগুনের ধোঁয়া দেখে ফায়ার সার্ভিসকে খবর দেন স্থানীয় ব্যবসায়ীরা। পরে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ও স্থানীয়দের সহযোগীতায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ ব্যাপারে দক্ষিণ ফায়ার স্টেশনের কন্ট্রোল রুমে কর্তব্যরত ফায়ার ফাইটার মো. হানিফ জানান, ১২টা ৩০ মিনিটে তাদের কাছে কদমতলীর ফল বাজারে আগুন লেগেছে এমন তথ্য আসলে তারা সাথে সাথে ঘটনাস্থলে দুটি ইউনিট প্রেরণ করে এবং আগুন নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সিলেটের উপপরিচালক মো.মনিরুজ্জামান বলেন, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে সে বিষয়ে তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তিনি আরও বলেন, দুপুর সাড়ে ১২টায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দক্ষিণ সুরমা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি ইউনিট। কিন্তু আগুনের তীব্রতা বেশি হওয়ায় সাহায্য চাওয়া হয় তালতলা, সেনানিবাস ও গোলাপগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের। তবে তালতলা ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। ফলে অন্য দুটি ইউনিটকে না করে দেয়া হয়।