মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগে বড় পরিবর্তন আসছে

11

কাজিরবাজার ডেস্ক :
বাংলাদেশি কর্মী নিয়োগে স্বচ্ছতা নিশ্চিত করতে বড় পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে মালয়েশিয়া। পাশাপাশি কর্মী পাঠাতে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটির সঙ্গে বাংলাদেশের বর্তমান চুক্তিও সংশোধন করা হবে।
ঢাকা সফররত মালয়েশিয়ার নবনিযুক্ত স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুসন ইসমাইলের সঙ্গে বৈঠক শেষে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ একথা জানিয়েছেন।
মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব নেয়ার পর প্রথম বিদেশ সফরে শনিবার ঢাকা এসেছেন সাইফুদ্দিন নাসুসন ইসমাইল। তার দুদিনের ঢাকা সফরের চলমান শ্রমবাজার সংকট সমাধানসহ মালয়েশিয়ায় অবৈধ বাংলাদেশিদের বৈধতায় বড় সুযোগ হিসেবেই দেখছেন সরকারের সংশ্লিষ্ট অংশীজনরা।
সফরের দ্বিতীয় দিনে মালয় মন্ত্রী সাইফুদ্দিন নাসুসন ইসমাইল প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে অবৈধ বাংলাদেশিদের বৈধতার পাশাপাশি কর্মী পাঠাতে চলমান সংকট নিরসনে গুরুত্ব সহকারে আলোচনা হয়েছে।
প্রবাসী কল্যাণ মন্ত্রী বলেন, ‘মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে দুদেশের মধ্যে স্বার্থ সংশ্লিষ্ট সব বিষয় নিয়েই আলোচনা হয়েছে। মালয়েশিয়ায় এখন নতুন সরকার। তাই দেশটির আগের সরকারের সঙ্গে আমাদের যা কিছু কথা হয়েছে, তাতে এখন বিরাট একটা পরিবর্তন আসবে। এ বিষয়ে মালয়েশিয়ার মন্ত্রী আমাদের আশ্বস্ত করেছেন।’
বৈঠকে বাংলাদেশি কর্মী নিয়োগে সমঝোতা স্মারক বা এমওইউ পরিবর্তন করার কথা এসেছে জানিয়ে ইমরান আহমদ বলেন, ‘প্রয়োজন হলে আরও কিছু পরিবর্তন আসবে। অথবা যাতে আরও বেশি সহজ হয়ে যায়।’
‘তবে উনি (মালয় মন্ত্রী) চূড়ান্ত সিদ্ধান্ত এখনও দিতে চাইছেন না। কিন্তু আমার বিশ্বাস, উনি দায়িত্ব নিয়ে কথা বলেছেন। ফলে আমরা ভালো কিছুই পাবো।’
চলতি মাসেই দুই দেশ ওয়ার্কিং গ্রুপের বৈঠকে বসবে জানিয়ে প্রবাসী কল্যাণ মন্ত্রী বলেন, ‘ওয়ার্কিং গ্রুপের বৈঠকে এসব বিষয়গুলো আলোচনার মাধ্যমে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।’