সংস্কার কাজের জন্য বাইক্কা বিলে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা

11

মৌলভীবাজার থেকে সংবাদদাতা :
পর্যটকদের অন্যতম পছেন্দের স্থান মৌলভীবাজারের শ্রীমঙ্গলের বাইক্কা বিলে। শ্রীমঙ্গলের অন্যতম দর্শনীয় এই স্থানে টানা ৯ দিন পর্যটন প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে উপজেলা প্রশাসন। পর্যটনদের জন্য নির্মিত স্থাপনা সংস্কারকাজের জন্য গত সোমবার থেকে বাইক্কা বিলে পর্যটক প্রবেশে এ নিষেধাজ্ঞা শুরু হয়েছে।
২০২৩ সালের ৩ জানুয়ারি পর্যন্ত এ নিষেধাজ্ঞা চলবে। বাইক্কা বিল কর্তপক্ষ জানান, সোমবার ২৬ ডিসেম্বর থেকে বাইক্কা বিলে রক্ষণাবেক্ষণ কাজের জন্য পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। অনেক পর্যটক না জেনে এসেছিলেন। তাদের বুঝিয়ে ফেরত পাঠিয়েছি। এখানে পর্যটকদের জন্য তৈরি করা ব্রিজ, গাড়ি পার্কিং ইত্যাদি সৌন্দর্যবর্ধনের কাজ হচ্ছে। অনেক জায়গায় রং করা হচ্ছে। এসব কাজ সম্পন্ন হলে এখানকার সৌন্দর্য আরও বাড়বে। এছাড়া এখানে পর্যটকদের জন্য বিভিন্ন প্রাণীর ছবি বাধাই করা রয়েছে। যেগুলো প্রায় নষ্ট হয়ে গেছে। এসব নতুন করে লাগানো হচ্ছে। এসব কাজের জন্য মূলত ৯ দিন পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। পাখি ও মাছের অভয়াশ্রম হলো হাইল হাওরের বাইক্কা বিল। এই বিলে সারা বছরই পাখির আনাগোনা থাকে। শীতকালে এখানে অতিথি পাখি দেখা যায়। পাখি দেখতে পর্যটকদের জন্য এখানে আছে ওয়াচ টাওয়ার। প্রায় সারা বছরই এখানে পর্যটকেরা ঘুরতে আসেন।