নবী হোসেন নবীন

19

ঋণী :

নদীর কাছে চেয়েছিলাম
তৃষা নাশের জল
নদী বলে মেঘের দানে
চলি অবিরল।
মেঘের কাছে হাত পেতে চাই
এক অঞ্জলি নীর
বারিদ বলে সূর্যের ঋণে
নত আমার শির।
রবির কাছে পানির তরে
করি নিবেদন
রবি বলে সাগরজলে
শ্যামল করি বন।
সাগর হতে পানি পেতে
তীরে গেলাম চলে
সাগর বলে বুকের তৃষা
লুকাই নোনা জলে।