স্পোর্টস ডেস্ক :
কাতার বিশ্বকাপের ৭ম দিনের প্রথম ম্যাচে তিউনিসিয়াকে ১ গোলে হারিয়েছে শক্তিমত্তায় পিছিয়ে থাকা অস্ট্রেলিয়া। ডি গ্রুপে এটি দুদলের দ্বিতীয় ম্যাচ।
শনিবার বাংলাদেশ সময় বিকাল ৪টায় আল জানুব স্টেডিয়ামে মাঠে নামে তিউনিসিয়া ও অস্ট্রেলিয়া।
ম্যাচের ২২ মিনিটের মাথায় ডি বক্স থেকে হেডে গোল করেন অস্ট্রেলিয়ান স্ট্রাইকার ডিউক। এরপর পুরো ম্যাচে আর গোলের দেখা পায়নি দুদল। তবে দ্বিতীয়ার্ধে গোলের দেখা পেতে মরিয়া তিউনিসিয়া আঘাতে জর্জরিত হয় অস্ট্রেলিয়ান ডিফেন্স।
কখনো ডি বক্সে কখনো ডি বক্সের বাইরে থেক। কখনো মাঝ মাঠ ঠেকে। আক্রণের সব অস্ত্রই ব্যবহার করেছে তিউনিশ স্ট্রাইকাররা। কিন্তু গোলে প্রতিরোধের দেয়াল হয়ে ছিলেন অস্ট্রেলিয়ান গোলরক্ষক রায়ান। তাকে ভেদ করে জালে জড়াতে পারেনি তিউনিশদের দুর্দান্ত অনেক শট।
এর আগে ম্যাচের শুরুতে দুদলের হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যায়। ম্যাচের প্রথম ১০ মিনিট অস্ট্রেলিয়া ও তিউনিসিয়া সমানে সমান মাঠে আধিপত্য বিস্তার করে। এর মধ্যেই অস্ট্রেলিয়া একটি শট নেয়। তবে এটি অনটার্গেট ছিল না।
ম্যাচের ১৮ মিনিটে সুযোগ এসিছিল তিউনিসিয়া সামনে। ডিফেন্ডার আবদি মাঝ মাঠ থেকে বল টেনে নিয়ে গেলেও অস্ট্রেলিয়া জালে জড়াতে পারেননি। উল্টো ম্যাচের ২২ মিনিটের মাথায় গোল করে বসে অস্ট্রেলিয়া। ডি বক্সের মধ্যে হেডে গোল করেন অস্ট্রেলিয়ান স্ট্রাইকার ডিউক।
এরপর ম্যাচে ব্যাকফুটে চলে যায় তিউনিসিয়া। ২৬ মিনিটে ফাউল করে হলুদ কার্ড পান তিউনিস ডিফেন্ডার লাইদুনি। অপরদিকে প্রতিপক্ষের শিবিরে আবারো আক্রমণ করে অস্ট্রেলিয়ান স্ট্রাইকাররা। ৩৪ মিনিটের মাথায় দুর্দান্ত একটি সুযোগ মিস হয়। ডি বক্সের মাঝ বরাবর মিডফিল্ডার আরভিনের ডান পায়ের শটটি গোল বার ছুতে পাড়েনি।
তবে ম্যাচের ৪০ মিনিটে পাল্টা আক্রমণে যায় তিউনিসিয়া। তবে গোলরক্ষক রায়ানের ক্ষিপ্রতায় খুব কাছে থেকেও গোল পায়নি তিউনিসিয়া। ম্যাচে প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে রয়েছে অস্ট্রেলিয়া।
দ্বিতীয়ার্ধে মাঠে নেমে ম্যাচের ৫০ ও ৫২ মিনিটে পরপর দুটি ফ্রি কিক পেয়েও কাজে লাগাতে পারেনি তিউনিসিয়া। প্রথম ফ্রি কিকটি সেভ করেন অস্ট্রেলিয়ান গোলরক্ষক রায়ান। শুরুতে এলোমেলো তিউনিস শিবির দ্বিতীয়ার্ধে পাসিং খেলায় মনযোগী হয়। এতে বেশ কয়েকটি সুযোগ তাদের ডেরায় এলেও একটিও কাজে লাগাতে পারেনি।
ম্যাচের ৫৭ মিনিটে ডিউকের সামনে আরেকটি গোলের সুযোগ এসেছিল। এবারের হেডারটি মিস করেন তিনি। এর ৪ মিনিটের মাথায় পাল্টা সুযোগ পায় তিউনিসিয়া। ডি বক্সের বাইরে থেকে বদলি খেলোয়ার সেসি ডান পায়ের শটটি গোলবার মিস করে।
গোলের দেখা পেতে মরিয়া তিউনিসিয়ার স্ট্রাইকাররা থেমে থাকেননি। আঘাতের পর পাল্টা আঘাত হানেন অস্ট্রেলিয়া শিবিরে। ম্যাচের ৭০ থেকে ৭৫ মিনিটে বেশ দুর্দান্ত শট প্রতিরোধ করেন গোলরক্ষক।
দ্বিতীয়ার্ধে ডিফেন্স খেলা অস্ট্রেলিয়া তিউনিশদের সব চেষ্টা ব্যর্থ করে দেয়। ১-০ গোলের জয় ছিনিয়ে নিয়ে শেষ ষোলতে খেলার আশা বাঁচিয়ে রাখে।
পুরো ম্যাচে মাঠ দখলের লড়াইয়ে দুদল প্রায় সমান ছিল। এ সময়ের মধ্যে অস্ট্রেলিয়া ৯টি শট নেয় এরমধ্যে ২টি ছিল অনটার্গেট। এছাড়া ১৫টি ফাউল ও দুটি কর্ণারের সুযোগ পায়া তারা। অপরদিকে ১৩টি শট নেয় তিউনিসিয়া। এর মধ্যে ৪টি অনটার্গেট।
এ সময় ১৫টি ফাউল করে ৩টি হলুদ কার্ড যায় তিউনিস শিবিরে। ১টি সেভ ও ৫টি কর্ণারের সুযোগ পায় তারা।
এদিকে ফ্রান্সের বিপক্ষে হেরে বিশ্বকাপ মিশন শুরু করা অস্ট্রেলিয়া এ জয়ে এখন কিছুটা সেভ জোনে। অপরদিকে আগের ম্যাচে ডেনমার্কের সঙ্গে ড্র করা জালেল কাদরির শিষ্যরা এখন ব্যাকফুটে।
দুদল যে একাদশ ও ফর্মেশন নিয়ে মাঠে নেমেছে:
তিউনিসিয়া (৩-৪-৩): দাহমেন (গোলরক্ষক), মেরিয়া, তালবি, ব্রন, লাইদুনি, খিরি, আবদি, ড্র্যাগার, জেবালি, মাসাকনি, নাঈম স্লিটি।
অস্ট্রেলিয়া (৪-৩-৩): রায়ান (গোলরক্ষক), রোলস, সাউটার, বেহিস, ফ্রান কারাসিক, মুয়, আরভিন, ম্যাকগ্রি, ডিউক, গুডউইন, লেকি।