বিশ্বনাথে ভুয়া ডাক্তারের চিকিৎসায় লাখ টাকার গাভীর মৃত্যু

23

বিশ্বনাথ থেকে সংবাদদাতা :
বিশ্বনাথে সনদ বিহীন ভুয়া ডাক্তারের ভুল চিকিৎসায় দিনমজুরের শেষ সম্বল লাখ টাকার গাভীর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার পৌর শহরের রজকপুর গ্রামের আতাহার আলীর দিনমজুর পুত্র আতিকুল ইসলাম (৩০)’র বাড়িতে এঘটনাটি ঘটে।
নামধারি গরুর ডাক্তার এম এম মনিরুজ্জান আতিকুল ইসলামের বাড়িতে গিয়ে ভুল চিকিৎসা করলে তার গাভীটি মারা যায়। ওই ডাক্তার টাঙ্গাইল মদন থানার ধুলেরচর গ্রামের বদিউজ্জামানের পুত্র। সে দীর্ঘদিন ধরে জানাইয়া রোডের আশরাফ আলীর বাসায় বসবাস করে আসছে। খবর পেয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে ওই চিকিৎসককে ৩০ হাজার জরিমানা করেছেন ইউএনও নুসরাত জাহান। কিন্তু শেষ সম্বল হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন আতিকুল ইসলাম।
আতিকুল ইসলাম জানায়, তার একমাত্র সম্বল এই গাভীটির মূল্য প্রায় লাখ টাকা হবে। তার দাবি ডাক্তারের ভুল চিকিৎসায় গাভীটির মৃত্যু হয়েছে।
এ ব্যাপারে উপজেলা প্রাণীসম্পদ অফিসার (ভারপ্রাপ্ত) শামীমা সুলতানা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, সনদ বিহীন ভুয়া ডাক্তারের ভুল চিকিৎসায় দিনমজুরের গাভীর মৃত্যু হয়েছে। খবর পেয়ে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহানকে সাথে নিয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে ওই ভুয়া ডাক্তারকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন।
জানতে চাইলে ভুয়া ডাক্তার এম এম মনিরুজ্জামান বলেন, আমার সনদ নেই বলেইতো তাকে জরিমানা দিতে হয়েছে।