জগন্নাথপুরে সংঘর্ষে ৩ নির্মাণ শ্রমিক আহত

10

জগন্নাথপুর থেকে সংবাদদাতা :
সুনামগঞ্জের জগন্নাথপুরে এক পথচারী মেয়েকে শিস দেয়াকে কেন্দ্র করে দুই দফা সংঘর্ষে ৩ নির্মাণ শ্রমিক আহত হয়েছেন। আহতরা হলেন, লিটন মিয়া (১৮), মারুফ মিয়া (১৬) ও রিমন মিয়া (১৫)। আহতদের জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেয়া হয়। ঘটনাটি ঘটেছে উপজেলার রাণীগঞ্জ বাজার এলাকায়।
জানা গেছে, জগন্নাথপুর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে সরকারি ভাবে রাণীগঞ্জ বাজার এলাকায় ১ লাখ ৩০ হাজার লিটার পানি ধারণ ক্ষমতা সম্পন্ন ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট (পানির সাপ্লাই) নির্মাণ কাজ চলছে। ২০ নভেম্বর রবিবার সকাল থেকে চলছিল ঢালাই কাজ। দুপুরের দিকে স্থানীয় এক পথচারী মেয়েকে উদ্দেশ্য করে রিমন মিয়া নামের এক নির্মাণ শ্রমিক শিস দেয়। এ ঘটনায় ওই মেয়ে ঘটনাস্থলে থাকা জনস্বাস্থ্য অধিদপ্তরের নয়ন মিয়ার কাছে বিচার প্রার্থী হন। এ সময় নয়ন মিয়া অভিযুক্ত শ্রমিক রিমনকে ডেকে এনে জিজ্ঞাসাবাদ করার আগেই আরেক শ্রমিক ফয়সল গিয়ে রিমনকে মারপিট করে। এতে অন্য শ্রমিকরা ক্ষুব্ধ হয়ে ফয়সলকেও মারপিট করে। পরে ফয়সলের পক্ষে আরো লোকজন আসলে দ্বিতীয় দফা সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে স্থানীয় শালিসি ব্যক্তি কাজী নজরুল ইসলাম নিজামী, স্থানীয় ইউপি সদস্য কাওছার মিয়া তালুকদার ও রাণীগঞ্জ বাজার সেক্রেটারি আবুল কাশেম সহ গণ্যমান্য ব্যক্তিগণ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।