আবু নাসের সিদ্দিক তুহিন

7

আলু সমাচার :

আলু নেমেই বাজার গরম
দুশো টাকা কেজি
সব নতুনের কদর যেমন
আগেভাগেই তেজি।

ঠান্ডা হাওয়া আসলো বোলে
নামলো আগাম আলু
টাকার থলি নিথর দেহে
নিত্য বাজার চালু।

আয় বাড়েনি কি হয়েছে
দাম বেড়েছে আলুর
জীবন যাপন আলুর উপর
এবং মামা খালুর ।

দেশের মানুষ আলুর মতো
সবকিছুতে আছেন
জীবন জুড়েই আলু আলু
এই স্বভাবে বাঁচেন ।

তাই বেড়েছে আলুর কদর
আলু বলেই দোষ
মানুষ আলুর দাম কমছে
মানছে নাতো পোষ ।

আলু খাবেন বেশি বেশি
চাপ কমবে ধানে
সবার জীবন কষাকষি
দেশটা মায়ার টানে ।