বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র সহ সভাপতি মামুন হাসান বলেছেন, সকল বাধা, মামলা, হামলা, নির্যাতন উপেক্ষা করে সিলেটের গণসমাবেশ জনসমুদ্রে পরিণত করতে হবে। তিনি বলেন, সরকারের বিরুদ্ধে সাধারণ মানুষও জেগে উঠেছে। বিএনপির গণসমাবেশে নেতাকর্মীদের পাশাপাশি সব শ্রেণি-পেশার মানুষ স্বত:স্ফূর্তভাবে অংশ নিচ্ছে। সমাবেশে উপস্থিতি দেখে সরকারের মধ্যে একধরনের ভয় সৃষ্টি হয়েছে। সেই ভয় থেকেই তারা সমাবেশ পণ্ড করতে নানাভাবে বাধা দিচ্ছে। এতে সরকারের কোনো লাভ হচ্ছে না। বিএনপিকেই আরও এগিয়ে দিচ্ছে। তিনি সিলেটের গণসমাবেশকে সফল করতে যুবদলের প্রত্যক নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করা এবং যে কোন ধরনের বাধা-বিপত্তি আসলে তা রাজপথে প্রতিহত করার আহ্বান জানান।
তিনি রবিবার (১৩ নভেম্বর) বিকেল ৪টায় সিলেট কেন্দ্রীয় শহীদ সোলেমান হলে ১৯ নভেম্বর সিলেট বিভাগীয় গণসমাবেশ সফলে সিলেট মহানগর যুবদলের প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা মো. সম্রাট হোসেনের পরিচালনায় সভাপতির বক্তব্যে শাহ নেওয়াজ বখত চৌধুরী তারেক বলেন, সরকারের দীর্ঘদিনের জুলুম-নির্যাতনে প্রতিবাদে যুব সমাজসহ সারাদেশের মানুষ ঐক্যবদ্ধ হয়েছে। যে কোন মূল্যে সিলেটের গণসমাবেশ সফলে যুবদলের প্রত্যেক নেতাকর্মী প্রস্তুত। কোন বাধা আসলে তা রাজপথে মোকাবেলা করা হবে।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট জেলা যুবদলের সভাপতি এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন ও সাধারণ সম্পাদক মকসুদ আহমদ।
সিলেট মহানগর যুবদলের সাবেক আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, তোফাজ্জল হোসেন বেলাল, সোহেল মাহমুদ, নজরুল ইসলাম, কয়েছ আহমদ, এমদাদুল হক স্বপন, মোজাহিদুল ইসলাম জাহাঙ্গীর, জামিল আহমদ, নাসির উদ্দিন রহিম।
ওয়ার্ড নেতৃবৃন্দের মধ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন, ৫নং ওয়ার্ড যুবদলের আহ্বায়ক ময়নুল ইসলাম, ১৬নং ওয়ার্ড যুবদলের আহ্বায়ক জুয়েল আহমদ জুবের, ৭নং ওয়ার্ড যুবদলের আহ্বায়ক শাহীন আজাদ খোকন, ২৪নং ওয়ার্ড যুবদলের আহ্বায়ক নাজিম আহমদ, ১১নং ওয়ার্ড যুবদলের যুগ্ম আহ্বায়ক ফিরোজ আহমদ, ১২নং ওয়ার্ড যুবদলের যুগ্ম আহ্বায়ক তুহিন আহমদ, ২৩ ওয়ার্ড যুবদলের যুগ্ম আহ্বায়ক মিজান আহমদ, ৩নং ওয়ার্ড যুবদলের যুগ্ম আহ্বায়ক পারভেজ খান জুয়েল। এছাড়াও সিলেট মহানগর যুবদল ও ২৭টি ওয়ার্ড যুুবদলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি