শাবি থেকে সংবাদদাতা :
সুনামগঞ্জের নীলপুরে অসহায়, দুস্থ ও হতদরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) বৃহত্তর ফরিদপুর অ্যাসোসিয়েশন।
শুক্রবার (১১ নভেম্বর) বেলা ১১টায় সংগঠনটির পক্ষ থেকে বন্যা কবলিত ওই এলাকার ভিন্ন পরিবারের ২৩ জনের মধ্যে শীতবস্ত্র হিসেবে শাল বিতরণ করা হয়েছে।
শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন শাবির বৃহত্তর ফরিদপুর অ্যাসোসিয়েশনের সভাপতি মো. তানভীর আহম্মেদ এবং সাধারণ সম্পাদক মো. নাহিদ হাসান।
সংগঠনটির সভাপতি মো. তানভীর আহম্মেদ বলেন, শাবিতে অবস্থানরত পদ্মাপাড়ের ৫টি জেলা শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, রাজবাড়ি ও ফরিদপুরের শিক্ষার্থীদের সহযোগিতার পাশাপাশি আমরা বিভিন্ন সামাজিক সেবামূলক কাজ করে থাকি৷ তারই ধারাবাহিকতায় এই শীতবস্ত্র বিতরণ কর্মসূচি। আমরা শুধু আমাদের এলাকার ছাত্র-ছাত্রীদের উপকারে এগিয়ে যাবো এরকম নয়, যদি সম্ভব হয় দুঃসময়ে দেশের মানুষের পাশে দাঁড়িয়ে তাদের মুখে হাসি ফোঁটানোর যথাসাধ্য চেষ্টা করবো।