জগন্নাথপুর উপজেলা নির্বাচনে কোন প্রার্থী কত ভোট পেলেন

23

জগন্নাথপুর থেকে সংবাদদাতা :
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচন সম্পন্ন হয়েছে। ২ নভেম্বর বুধবার অনুষ্ঠিত নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ আকমল হোসেন (নৌকা) প্রতীকে ২৩৮৪০ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী জমিয়তের প্রার্থী সৈয়দ তালহা আলম (খেজুর গাছ) প্রতীকে ২০০৮১ ভোট পান। এছাড়া স্বতন্ত্র প্রার্থী মুক্তাদির আহমদ মুক্তা (আনারস) প্রতীকে ১৪০১৬, বর্তমান চেয়ারম্যান আতাউর রহমান (মোটরসাইকেল) প্রতীকে ১০৭৭৯ ও আব্বাস চৌধুরী (ঘোড়া) প্রতীকে ১১৯৫ ভোট পেয়েছেন।
ভাইস চেয়ারম্যান পদে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আবুল হোসেন লালন (মাইক) প্রতীকে ২১৯২৮ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জয়দ্বীপ সূত্রধর বীরেন্দ্র (তালা) প্রতীকে ১৯২৫৫ ভোট পান। এছাড়া সৈয়দ তুহেল মিয়া (টিউবওয়েল) প্রতীকে ১৩৬৩৪, উপজেলা যুবলীগের সহ-সভাপতি মোঃ ছালেহ আহমদ (চশমা) প্রতীকে ৯৯৫৩ ও আবদুল মতিন লাকি (টিয়া পাখি) প্রতীকে ৫১৩৯ ভোট পেয়েছেন।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে আ’লীগ নেত্রী সুফিয়া খানম সাথী (ফুটবল) প্রতীকে ২৮৪৫৭ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী রিনা বেগম (কলস) প্রতীকে ২৬৪৬৯ ভোট পান। এছাড়া সেলিনা বেগম (হাঁস) প্রতীকে ১৪৫৩০ ভোট পেয়েছেন। নির্বাচনের দিন রাত পৌণে ১১ টার দিকে জগন্নাথপুর উপজেলা সম্মেলন কক্ষে আনুষ্ঠানিক ভাবে নির্বাচনের এ ফলাফল ঘোষণা করেন রিটার্নিং অফিসার সিলেটের সিনিয়র নির্বাচন কর্মকর্তা শুকুর মাহমুদ মিঞা।