বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি কেন্দ্রীয় ব্যবস্থাপনা পর্ষদ সদস্য মস্তাক আহমদ পলাশ বলেছেন, রেডক্রিসেন্ট সোসাইটি আন্তজার্তিক মানবতাবাদী সংগঠন। যে কোন দুর্যোগ দুর্বিপাকে মানবতার কল্যাণে কাজ করে তাই আমরা যারা রেড ক্রিসেন্টের সাথে সম্পৃক্ত আছি তাদের সবাইকে রেডক্রস এবং রেড ক্রিসেন্ট এর সাতটি মূলনীতি সম্পর্কে অবগত হওয়ার পাশাপাশি তা সর্বদা মেনে চলতে হবে। প্রশিক্ষণের মাধ্যমে সাংগঠনিক সক্ষমতা অর্জন করে রেডক্রিসেন্ট আন্দোলনকে বেগবান করতে হবে। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের উদ্যোগে ও জাতীয় সদর দপ্তরের সহযোগিতায় ইউনিটের সাংগঠনিক সক্ষমতা নিরূপণ অনুশীলন শীর্ষক দুদিন ব্যাপী কর্মশালা উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
২৯ অক্টোবর শনিবার সকালে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের উদ্যোগে ও জাতীয় সদর দপ্তরের সহযোগিতায় চৌহাট্টাস্থ রেডক্রিসেন্ট মাতৃমঙ্গল হাসপাতালে সিলেট ইউনিটের সাধারণ সম্পাদক আব্দুর রহমান জামিলের সভাপতিত্বে আয়োজিত কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের নির্বাহী কমিটির সদস্য ফেরদৌস চৌধুরী রুহেল, সোয়েব আহমদ, এ জেড রওশন জেবিন রুবা। বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির উপ- পরিচালক মোঃ আব্দুস সালাম এর পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন এই কর্মশালার লিড ফ্যাসিলেটর পিএস টু উপ মহাসচিব মো: ইলিয়াস আহমেদ। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিলেট এমসি কলেজের সহকারী অধ্যাপক জেবিন আক্তার, আজীবন সদস্য আব্দুল বাতিন ফয়সল, মূফতি আব্দুল খাবির, পিএন্ডডি’র প্রজেক্ট অফিসার মো: রাকিবুল আলম রাব্বি,ওডি অফিসার আব্দুল্লাহ আল মামুন, যুব রেডক্রিসেন্ট সদস্য বদরুল আজাদ শুভ, আমিনা আহমেদ, পলাশ গুন প্রমুখ। বিজ্ঞপ্তি