কোরআন খতম ও দোয়া মাহফিলে বক্তারা ॥ প্রয়াত কুনু মিয়া ছিলেন জনদরদী রাজনৈতিক নেতা

13

সিলেট জেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি ও কেন্দ্রীয় নেতা আলহাজ্ব কুনু মিয়ার রূহের মাগফেরাত কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিলে বক্তারা বলেছেন- প্রয়াত নেতা আলহাজ্ব কুনু মিয়া ছিলেন একজন জনদরদী রাজনৈতিক নেতা। তিনি সাধারণ মানুষের সুখে, দু:খে পাশে থাকতেন। তার মৃত্যুতে সিলেটের রাজনৈতিক অঙ্গনে শূন্যতার সৃষ্টি হয়েছে। তারা বলেন- পল্লীবন্ধু আলহাজ্ব হুসেইন মুহম্মদ এরশাদের একনিষ্ঠ কর্মী হিসেবে কুনু মিয়া সিলেটে রাজনীতি করে গেছেন। সিলেট জাতীয় পার্টির রাজনীতিতে তার অবদান ছিলো। তিনি নেতাকর্মীদের নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করে গেছেন। বক্তারা প্রয়াত কুনু মিয়ার রূহের মাগফেরাত কামনা করেন।
জাতীয় পার্টির কেন্দ্রীয় সম্মেলন প্রস্তুতি কমিটির উদ্যোগে মঙ্গলবার বাদ এশা সিলেটের আদি মুসলমান হযরত বুরহান উদ্দিন (রহ.) মাদ্রাসা মিলনায়তনে কোরআর খতম ও দোয়া মাহফিলে বক্তারা এ কথা বলেন। এতে সভাপতিত্ব করেন সিলেট বিভাগীয় জাতীয় পার্টির সম্মেলন প্রস্তুতি কমিটির মুখপাত্র ও কেন্দ্রীয় সদস্য মুজিবুর রহমান ডালিম।
দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন হযরত বুরহান উদ্দিন (রহ.) মাদ্রাসার মুহতামিম আলহাজ্ব হযরত মাওলানা নাসির উদ্দিন।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- জাতীয় পার্টির সম্মেলন প্রস্তুতি কমিটির কেন্দ্রীয় সদস্য সদস্য ও হবিগঞ্জের নেতা মুরাদ আহমদ, প্রিন্সিপাল মখলিসুর রহমান, মাওলানা বশির উদ্দিন, ফয়সল আহমদ সম্রাট, হবিগঞ্জের নেতা হাজী হায়দার মিয়া, রাসেল আহমদ, বিভাগীয় কমিটির সদস্য সেলিম আহমদ, নুর মিয়া, আব্দুল জলিল, আশরাফ চৌধুরী রাজু, সাইফুল্লাহ আহমদ, জাকির হোসেন, মহিলা পার্টির কেন্দ্রীয় যুগ্ম সাংগঠনিক সম্পাদক শিউলী, জেলা মহিলাপার্টির সাবেক সেক্রেটারী আফিয়া বেগম প্রমুখ। বিজ্ঞপ্তি