জগন্নাথপুর উপজেলা নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ

40

জগন্নাথপুর থেকে সংবাদদাতা :
আগামী ২ নভেম্বর সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এরই অংশ হিসেবে ১৮ অক্টোবর মঙ্গলবার প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ হয়েছে। প্রতীক বরাদ্দ উপলক্ষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আচরণবিধি সংক্রান্ত বিষয়ে প্রার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। নির্বাচনের রিটার্নিং অফিসার ও সিলেটের সিনিয়র নির্বাচন কর্মকর্তা শুকুর মাহমুদ মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, সিলেট আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফয়সাল কাদের, জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.সাজেদুল ইসলাম, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রিয়াদ বিন ইব্রাহিম, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান, জগন্নাথপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা মুজিবুর রহমান সহ প্রার্থী ও সাংবাদিকবৃন্দ।
সভায় আনুষ্ঠানিক ভাবে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়। এতে চেয়ারম্যান পদে আ.লীগ মনোনীত প্রার্থী আকমল হোসেন (নৌকা), স্বতন্ত্র প্রার্থী বর্তমান উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান (মোটরসাইকেল), স্বতন্ত্র প্রার্থী সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মুক্তাদির আহমদ মুক্তা (আনারস), জমিয়ত মনোনীত প্রার্থী সৈয়দ তালহা আলম (খেজুরগাছ) ও স্বতন্ত্র প্রার্থী আব্বাস চৌধুরী (ঘোড়া) প্রতীক পান।
ভাইস চেয়ারম্যান পদে জয়দ্বীপ সূত্রধর বীরেন্দ্র (তালা), আবদুল মতিন লাকি (টিয়া পাখি), সালেহ আহমদ (চশমা), সৈয়দ তুহেল মিয়া (টিউবওয়েল), আবুল হোসেন লালন (মাইক) এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে সুফিয়া খানম সাথী (ফুটবল), রিনা বেগম (কলস) ও সেলিনা বেগম (হাঁস) প্রতীক পেয়েছেন। প্রতীক পাওয়ার পর প্রার্থীদের কর্মী-সমর্থকরা আনন্দ মিছিল সহ জোরেশোরে প্রচারণা শুরু করে দিয়েছেন।