ইউসেপ ঘাসিটুলা স্কুলে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন ॥ সরকার দারিদ্র্য বিমোচনে কর্মমুখী শিক্ষার উপর জোর দিয়েছে

9

‘বর্তমান সরকার দারিদ্র্য বিমোচনে কর্মমুখী শিক্ষা ও প্রশিক্ষণের উপর সবচেয়ে বেশি জোর দিয়েছে। কর্মমুখী প্রশিক্ষণের মাধ্যমে দেশে বৈশ্বিক মন্দা মোকাবেলা সম্ভব। আজ যারা দুই মাসব্যাপি প্রশিক্ষণ শুরু করছেন তারা বেকারত্বের খাতা থেকে নাম কেটে ফেলবেন এবং আগামী তারা প্রত্যেকেই উদ্যোগক্তা হয়ে অন্যকে চাকুরি দিবেন এমন প্রত্যাশা আমাদের। প্রশিক্ষণলব্ধ জ্ঞান কর্মজীবনে কাজে লাগিয়ে নিজ পরিবারে স্বচ্ছতা ফিরিয়ে আনতে পারবেন।
সোমবার (১৭ অক্টোবর) বিকেলে নগরের ঘাসিটুলাস্থ ইউসেপ বাংলাদেশ পরিচালিত ইউসেপ ঘাসিটুলা টেকনিক্যাল স্কুলের সম্মেলনকক্ষে সরকারের পল্লি উন্নয়ন ও সমবায় বিভাগের সার্বিক গ্রাম উন্নয়ন কর্মসূচি (সিভিডিপি) ৩য় পর্যায়ে শীর্ষক প্রকল্পের টেইলারিং এণ্ড ড্রেস মেকিং ও ইলেকট্রিক্যাল ইন্সটেলেশন এন্ড মেইনটেনেন্স, আইটি সাপোর্ট, মোটরসাইকেল সার্ভিসিং, লেদমেশিন অপারেশন এই পাঁচটি বিভাগে দুই মাসব্যাপি প্রশিক্ষণ কোর্সের’ উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।
এর মধ্যে দুটি ট্রেডের প্রশিক্ষণ ইউসেপ ঘাসিটুলা টেকনিক্যাল স্কুলে এবং তিনটি ট্রেডের প্রশিক্ষণ ইউটিআই টিলাগড়ে অনুষ্ঠিত হবে।
প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ছামির মাহমুদ।
ইউসেপ বাংলাদেশ, সিলেট অঞ্চলের রিজিওনাল ম্যানেজার মোহাম্মদ আব্দুল কাইয়ুম মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ছামির মাহমুদ। বিশেষ অতিথির বক্তব্য দেন ছাতক উপজেলা সমবায় অফিসের সহকারী পরিদর্শক রজতকান্তি দাস, ইউসেপ বাংলাদেশ, সিলেট টিভিইট ইন্সটিটিউটের প্রধান হোসাইন শহীদ আনসারী, ইউসেপ সিলেট অঞ্চলের সিনিয়র কর্মকর্তা (ফাইন্যান্স) মো. শামসুল আলম প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন ইউসেপ ঘাসিটুলা টেকনিক্যাল স্কুলের সেন্টার ইনচার্জ এস.এম. আবু জাফর সিদ্দিক।
ইউসেপ ঘাসিটুলা টেকনিক্যাল স্কুলের শিক্ষক কৃষ্ণ চন্দ্র দেব এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, টিডিএম এর প্রশিক্ষক তাহমিনা বেগম, খাদিজা আক্তার, সুনীল দাস ও তোফায়েল আহমেদ। পরে ইউসেপ ঘাসিটুলা টেকনিক্যাল স্কুলের সিসিএম কমিটির পরিচালনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। বিজ্ঞপ্তি