কে.এম লিমন গোয়াইনঘাট থেকে :
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ৪টি ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২ নভেম্বর। বৃহস্পতিবার মনোনয়ন দাখিলের শেষ দিন পর্যন্ত এই উপজেলার ৪ টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ২৬ জন, সংরক্ষিত সদস্য পদে ৫১ জন ও সাধারণ সদস্য পদে ১৭৩ জন মনোনয়ন ফরম জমা দিয়েছেন।
এদের মধ্যে গোয়াইনঘাট সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৯ জন, পশ্চিম জাফলং ৫ জন, মধ্য জাফলং ৫ জন এবং পূর্ব জাফলং ইউনিয়নে ৭ জন চেয়ারম্যান প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা ইকরামুল হাসান।
চেয়ারম্যান পদে ২৬ জন প্রার্থীর মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগের ৪জন, ইসলামী আন্দোলন ২ জন, জাতীয় পার্টি ১ জন, জমিয়তে উলামায়ে ইসলামের ২ জন এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে ১৭ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত গোয়াইনঘাট উপজেলার ৪টি ইউনিয়নের প্রার্থীদের সাথে নিয়ে মনোনয়নপত্র দাখিল করেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাছির উদ্দীন খান। এ সময় গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ফারুক আহমদ, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. গোলাম কিবরিয়া হেলালসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।