টাকার সুখ :
টাকার পাহাড় থাকলে বুঝি
সুখ পাওয়া যায় মনে,
টাকা থাকলেই সুখ আসে না
সর্বদা বলে গুরুজনে।
মনের মাঝে সুখ থাকলেই
গাছ তলায় ঘুম আসে,
টাকা থাকলেও সুখ পালায়
মনে যদি শান্তি না থাকে।
এ দুনিয়ায় অনেকে টাকাকে
শান্তির দূত মনে করে,
টাকার কারনে বিপদ হয়
জীবনে অশান্তিতে পরে।
জীবনে টাকার ও প্রযোজন
হয় যদি তা পরিমিত,
তবে থাকে সুখ-শান্তি জীবনে
জীবন হয় যে মার্জিত।
টাকার লোভ করলে জীবনে
আসে দুঃখ আর অশান্তি,
তাই টাকার চিন্তা ছেড়ে দাও
আসবে জীবনে শান্তি