ওসমানীনগরে ২ মাদক ব্যবসায়ীকে বিভিন্ন মেয়াদে সশ্রম কারাদন্ড

16

স্টাফ রিপোর্টার  :
সিলেটের ওসমানীনগরে মাদক মামলায় ২ মাদক ব্যবসায়ীকে অর্থদন্ডসহ বিভিন্ন মেয়াদে সশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত। গতকাল বৃহস্পতিবার দুপুরে সিলেটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৩য় আদালতের বিচারক মিজানুর রহমান ভূঁইয়া এ রায় প্রদান করেন। বিষয়টি নিশ্চিত করেছেন ওই আদালতের বেঞ্চ সহকারী সৈয়দ আনোয়ারুল ইসলাম।
দন্ডপ্রাপ্ত আসামীরা হচ্ছে, মৌলভীবাজার সদর থানার সুমারাই গ্রামের আলহাজ্ব আব্দুল ওয়াগিদের পুত্র মহসিন আলী মুনসুর মেম্বার (৩৫) এবং একই থানার মুরেুপরাবাদ গ্রামের অনিক করের পুত্র দীপংকর (৩১)। রায় ঘোষনার সময় দন্ডপ্রাপ্ত আসামীরা আদালতের কাঠগড়ায় অনুউপস্থিত ছিলেন।
আদালত সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ২ জুন দুপুর সোয়া ১ টার দিকে র‌্যাব-৯’র একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ওসমানীনগর থানার সাদিপুর ব্রীজের উত্তর পাশের বিশ্বরোড পাকা রাস্তার উপরে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী মহসিন আলী মুনসুর মেম্বার ও দীপংকরকে গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে ৩ লক্ষ ১২ হাজার টাকা দামের ১ হাজার ৪০ পিস নেশা জাতীয় ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও জব্দ করে। এ ব্যাপারে র‌্যাব-৯’র এসআই (নি:) মো: জুলফিকার আলী মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে ওসমানীনগর থানায় একটি মামলা দায়ের করেন। যার নং-২ (০২-০৬-২০১৫)।
দীর্ঘ তদন্ত শেষে ওসমানীনগর থানার এসআই সনক কান্তি দাশ ২০১৫ সালের ২৪ জুন ২ জনকে অভিযুক্ত করে আদালতে এ মামলার চার্জশিট (অভিযোগপত্র নং-৫৫) দাখিল করেন এবং একই বছরের ৭ অক্টোবর চার্জগঠন করে এ মামলার বিচার কার্য শুরু হয়। দীর্ঘ শুনানী ও ৬ সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে গতকাল বৃহস্পতিবার আদালত আসামী মহসিন আলী মুনসুর মেম্বারকে ১৯৯০ সানের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের (সংশোধনী/২০০৪)’র ১৯ (১) টেবিল ৯ (খ) ধারায় দোষী সাব্যস্ত করে ১০ বছরের সশ্রম কারাদন্ড ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে বিনাশ্রমে ৬ মাসের কারাদন্ড এবং অপর আসামী দীপংকরকে একই ধারায় দোষী সাব্যস্ত করে ৭ বছরের সশ্রম কারাদন্ড ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো বিনাশ্রমে ৪ মাসের কারাদন্ড দেয়া হয়েছে। মামলাটি পরিচালনা করেন রাষ্ট্রপক্ষের এপিপি এডভোকেট এস.এম পারভীন।