সরকার কৃষি উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে – এমপি নাহিদ

9

গোলাপগঞ্জ থেকে সংবাদদাতা :
বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য, সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি বলেছেন, কৃষি উৎপাদন বৃদ্ধিতে কৃষকদের সরকার সব ধরণের সহযোগিতা দিয়ে যাচ্ছে। সরকার বিনামূল্যে বীজ ও সার বিতরণ, ৭০ ভাগ ভর্তুকিতে কৃষি যন্ত্র কৃষকদের মধ্যে বিতরণ করেছে। বন্যার সময় এবং বন্যা পরবর্তী সময়েও সরকার কৃষকদের সহযোগিতা করে যাচ্ছে।
তিনি বলেন, কৃষিকে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। সরকারের সহযোগিতায় ও কৃষকদের পরিশ্রমে দেশের খাদ্য উৎপাদন দিনদিন বৃদ্ধি পাচ্ছে। প্রধান অতিথি কৃষকদের উৎপাদন বাড়ানোর আহবান জানিয়ে সরকার প্রয়োজনীয় সব ধরেন সহযোগিতা দিয়ে যাবে বলে আশ্বস্থ করেন।
তিনি বলেন, কৃষির পাশাপাশি দেশের শিক্ষা, শিল্প, চিকিৎসা, যোগাযোগ, অবকাঠামোসহ সকল ক্ষেত্রে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। পদ্মা সেতু, মেট্রোরেল, কর্নফুলী টানেল, পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রসহ বিশাল বিশাল উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করছে সরকার। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামীদিনেও আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় রাখতে হবে।
গোলাপগঞ্জ উপজলোর লক্ষীপাশা ইউনিয়নের উদ্দ্যোগে আয়োজিত আয়োজিত কৃষি উৎপাদন বৃদ্ধি করতে কৃষকদের সাথে মতবিনিময়’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।
বিকেল ৪টা ইউনিয়নে আয়োজিত অনুষ্ঠানে ইউপি চেয়ারম্যান মাহতাব উদ্দিন জেবুলের সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হেলাল আহমদ এর পরিচালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রার বদরুল ইসলাম শোয়েব, সিলেট জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য সৈয়দ মিছবাহ উদ্দিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভিজিত চৌধুরী, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আনিসুজ্জামান, বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দেওয়ান মাকসুদুল ইসলাম আউয়াল, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা গৌতম পাল, গোলাপগঞ্জ মডেল থানা র অফিসার ইনচার্জ মো. রফিকুল ইসলাম, গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জহির আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক আকবর আলী ফখর, প্রচার সম্পাদক আলীম উদ্দিন বাবলু, শফিরগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি লুৎফুর রহমান লুতি, সমাজসেবক শান্ত দাস, গোলাপগঞ্জ প্রেসক্লাবের সদস্য ফারহান মাসউদ আফছর প্রমুখ।