তামাবিল পাথর ও কয়লা আমদানিকারকের মধ্যে লেবার হ্যান্ডেলিংয়ের চেক বিতরণ

19

সিলেটের তামাবিল চুনাপাথর, পাথর ও কয়লা আমদানিকারক গ্রুপের লেবার হ্যান্ডেলিং এর টাকার চেক হস্তান্তর করা হয়ছে। বুধবার রাতে তামাবিল স্থলবন্দরে সংগঠনের কার্যালয়ে আমদানী কারকেদের মধ্যে টাকার চেক বিতরণ করেন সংগঠনের সভাপতি লিয়াকত আলী। এ সময় সাধারণ সম্পাদক সারওয়ার হোসেন ছেদু, সহসভাপতি মনিরুজ্জামান মিন্টু, সহসভাপতি জালাল উদ্দিন, সংগঠনের নির্বাহী সদস্য ওমর ফারুক, মাহফুজুল ইসলাম, নজরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। প্রথমবারের মত লেবার হ্যান্ডেলিং তথা শ্রমিকদের মজুরি প্রদান করা হয়েছে বলে জানান সংগঠনের সদস্যরা।
চেক বিতরণকালে তামাবিল চুনাপাথর, পাথর ও কয়লা আমদানিকারক গ্রুপের সভাপতি লিয়াকত আলী জানান, তামাবিল স্থলবন্দরে ভারত থেকে প্রতিদিন ৭-৮শ ট্রাক কয়লা ও পাথর নিয়ে আসে। মাসে দেড় থেকে দুই লাখ টন পণ্য আসে। সাধারণত আমদানি করা ট্রাকের মাল লোড ও আনলোড করে থাকে ঠিকাদারি প্রতিষ্ঠান। কিন্তু সময় বাঁচাতে ও যন্ত্রের পরিবর্তে শ্রমিকদের মাধ্যমে আমদানিকারকরা তাদের মাল সুবিধামত লোড ও আনেলোড করেন। ওই সময় শ্রমিকদের তাৎক্ষণিক মজুরি প্রদান করা হয়। পরে ঠিকাদারি প্রতিষ্ঠান চুক্তি অনুযায়ী মাস শেষে আমদানি কারকদের অনুকুলে লোড আনলোডের টাকা প্রদান করে। ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে টাকা পাওয়ার পর প্রত্যেকের প্রাপ্য অনুযায়ী টাকার চেক বিতরণ করা হয়। আগামিতে একইভাবে চেক বিতরণ করা হবে বলে জানিয়েছেন লিয়াকত আলী। বিজ্ঞপ্তি