সাজু কবীর

17

দুঃসময় :

কষ্ট মোড়া কলজে আমার কালো
যায় খুঁজে যায় সাদায় ভরা আলো।
আলোশালায় ঘাপটি মারা কালো
নোংরা যেন সাজ নিয়েছে ভালো।
ভালো-খারাপ চিনতে পারা কঠিন
কঠিন সত্য আজ হয়েছে অচিন।
অচিনপুরে গান-পাখিসব কাঁদে
কান্নারা আজ খেল-তামাশার ফাঁদে।
ফাঁদের কাদায় স্বপ্নরা সব নাকাল
কাল রয়েছে সাতসকালের আকাল।
মাকাল ফলের জয়জয়কার শুনি
জালের ভিতর আটকে আছেন গুণী।