জগন্নাথপুর থেকে সংবাদদাতা :
সুনামগঞ্জের জগন্নাথপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত প্রণোদনা প্যাকের আওতায় খাদ্য মন্ত্রণালয় কর্তৃক পরিচালিত খাদ্য শস্যের ঊর্ধ্বগতি বাজারমূল্য রোধে নিম্নআয়ের জনগোষ্ঠীকে সহায়তা প্রদানের লক্ষে সরকারি ভাবে ভর্তুকি দিয়ে খোলাবাজারে (ওএমএস) এর চাল বিক্রি উদ্বোধন করা হয়েছে।
১ সেপ্টেম্বর বৃহস্পতিবার ওএমএস ডিলার সুশান্ত কুমার রায়ের দোকানে চাল বিক্রি উদ্বোধন করেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাজেদুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ শওকত ওসমান মজুমদার, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ আবদুর রব, জগন্নাথপুর খাদ্য গুদাম কর্মকর্তা শিমলা রায়, খাদ্য নিয়ন্ত্রক অফিসের ইন্সপেক্টর ফয়জুল হক, সহকারী ইয়াকুব মিয়া, তদন্তকারী কর্মকর্তা আবদুল মতিন, ডিলার সুশান্ত কুমার রায়, বশির আহমদ, জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো.শাহজাহান মিয়া প্রমূখ। এতে ৩০ টাকা কেজি দরে জনপ্রতি ৫ কেজি করে প্রতিদিন জগন্নাথপুর পৌর শহরে ৩টি ডিলারের মাধ্যমে ১২শ নিম্নআয়ের মানুষের মাঝে চাল বিক্রি শুরু হয়।
এ সময় লাইনে দাঁড়িয়ে কমদামে চাল কিনতে আসা নারী-পুরুষ জনতাদের মধ্যে অনেকে বলেন, বর্তমানে বাজারে প্রতি কেজি চাল কমপক্ষে ৫০ থেকে ৫৫ টাকায় বিক্রি হচ্ছে। এখন সরকারি চাল ৩০ টাকায় কিনতে পারছি। এতে প্রতি কেজিতে ২০ থেকে ২৫ টাকা বেচে যাচ্ছে। যা দিয়ে অন্যান্য বাজার সদায় করতে পারবো। তাই কমদামে চাল কিনতে পেয়ে আমরা অনেক খুশি হয়েছি।