অনেক দেশের তুলনায় আমরা এখনও ভালো আছি— রাষ্ট্রপতি

13
মিঠামইনে সুধী সমাবেশে বক্তব্য রাখছেন রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ।

কাজিরবাজার ডেস্ক :
রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ বলেছেন, দেশের মানুষ অনেক কষ্টে আছে, সেটি আমি জানি। সারা বিশ্বটাকে এখন গ্লোবাল ভিলেজ বলে। মিঠামইনের একটা গ্রামের সঙ্গে আরেকটা গ্রামের যেমন সম্পর্ক, ঠিক তেমনি সারা বিশ্বে যত দেশ আছে, তার একটি দেশের সঙ্গে আরেকটি দেশ তেমনি সম্পর্কযুক্ত। সারা বিশ্ব এখন একটা আর্থিক সমস্যার মধ্যে আছে। বিশ্বে এখন অস্থিরতা চলছে।
২০২০ সাল থেকে সারা বিশ্বে করোনার মহামারী শুরু হয়। করোনার প্রভাবে অনেক দেশ নাজেহাল অবস্থায় পড়েছে। তার পরও পৃথিবীর অনেক দেশের তুলনায় আমরা এখনও ভালও আছি। বিশ্ব যখন করোনার ধকল কাটিয়ে সামলে ওঠার চেষ্টায়রত, তখনই আবার ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ শুরু হয়েছে। সে যুদ্ধের প্রভাব সারা বিশ্বে তেলের ওপরে প্রভাব পড়েছে। যে কারণে তেলের দাম বেড়েছে। এতে মানুষ কিছু সমস্যায় আছে।
সোমবার রাতে কিশোরগঞ্জের মিঠামইনে রাষ্ট্রপতি আবদুল হামিদ অডিটরিয়ামে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় রাষ্ট্রপতি এসব কথা বলেন। রাষ্ট্রপতি আরও বলেন, শ্রীলঙ্কার আর্থিক অবস্থা যে পর্যায়ে চলে গেছে, তাতে দেশটির স্বাভাবিক অবস্থায় ফিরে আসা এখন সম্ভব নয়। তাদের সময়ের দরকার। এমন পরিস্থিতিতে শুধু শ্রীলঙ্কা নয়, অনেক দেশ এ সমস্যার সম্মুখীন হচ্ছে।
সম্প্রতি হাওরে বন্যার জন্য অলওয়েদার সড়ককে দায়ী করে আলোচনা প্রসঙ্গে রাষ্ট্রপতি বলেন, সিলেট থেকে বলা হচ্ছে মাত্র একজন ব্যক্তির জন্য অলওয়েদার রাস্তা করা হয়েছে। যে রাস্তাটা আমার বাড়ি থেকে দুই কিলোমিটার দূরে। এই রাস্তার কারণে সিলেট-সুনামগঞ্জে বন্যা হয়েছে। বন্যা হলে জানতাম, গারো পাহাড়ের পানি এসে আমাদের এখানে বন্যা হয়।
সেই পানির কারণে সিলেট-সুনামগঞ্জ থেকে ইটনা, মিঠামইন ও অষ্টগ্রামের হাওরে বন্যা হয়। তাহলে এই রাস্তার কারণে কীভাবে বন্যা হলো, তা বুঝতে পারলাম না। হাওরের অলওয়েদার সড়কের কারণে বন্যার বিষয়টি একটি মিথ্যাচার ও প্রতিহিংসাপরায়ণ বক্তব্য। হাওরের উন্নয়নে ঈর্ষান্বিত হয়ে এমন বক্তব্য দেয়া হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।
এর আগে সোমবার বিকেলে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ চারদিনের সফরে ঢাকা থেকে বিমান বাহিনীর হেলিকপ্টারে করে নিজ জন্মভূমি জেলার হাওর অধ্যুষিত মিঠামইন উপজেলার কামালপুরে পৌঁছান। পরে ওইদিন তিনি মুক্তিযোদ্ধা আবদুল হক সরকারী কলেজ পরিদর্শন শেষে জনপ্রতিনিধি, প্রশাসনসহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হন। এদিন রাষ্ট্রপতি মিঠামইনের কামালপুরে নিজবাড়িতে রাতযাপন করেন।
মঙ্গলবার দুপুরে রাষ্ট্রপতি মিঠামইন উপজেলায় রাষ্ট্রপতি আবদুল হামিদ ফাউন্ডেশনসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন করেন। বিকেল ৩টার দিকে সড়কপথে মিঠামইন থেকে অষ্টগ্রাম উপজেলায় যান। সেখানে পৌঁছে উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কাজ সরেজমিন পরিদর্শন করেন। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিভিন্ন পেশাজীবী সংগঠনের সদস্য ও স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করবেন রাষ্ট্রপতি। শেষে রাতে তিনি সড়কপথে মিঠামইনের নিজ বাসভবনে পৌঁছে রাতযাপন করবেন।
আজ বুধবার (২৪ আগষ্ট) বেলা ১১টার দিকে রাষ্ট্রপতি আবদুল হামিদ মিঠামইন উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন করবেন।
সফরের শেষদিন বৃহস্পতিবার (২৫ আগষ্ট) বিকেল ৩টা ১০ মিনিটে রাষ্ট্রপতি হেলিকপ্টারযোগে ঢাকার উদ্দেশে মিঠামইন ত্যাগ করার কথা রয়েছে।