শহরতলীর গোপালে সড়ক দুর্ঘটনায় সিএনজি অটোরিক্সার ৫ যাত্রী আহত

5

স্টাফ রিপোর্টার :
শহরতলীর গোপালে মাইক্রোবাসের ধাক্কায় সিএনজি অটোরিক্সার মহিলাসহ ৫ যাত্রী গুরুতর আহত হয়েছেন। গতকাল রবিবার বিকেল সাড়ে ৩ টার দিকে সিলেট-সুনামগঞ্জ সড়কের কান্দিাগাঁও এলাকায় এ সড়ক দুঘর্টনাটি ঘটে। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ভর্তি করেন।
আহতরা হচ্ছেন, জালালাবাদ থানার মোগলগাঁও গ্রামের ওয়ারিছ মিয়ার স্ত্রী গুলবাহার বেগম (৩৫), একই থানার ভগতিপুর গ্রামের ইলিয়াছ মিয়ার স্ত্রী বেদানা বেগম (৪৪), তার মেয়ে তাছলিমা (১৪), নগরীর পাঠানপুলা এলাকার মুজিব মিয়ার স্ত্রী আছমা বেগম (৩১) ও মোগলগাঁও গ্রামের মৃত আছাব আলীর পুত্র মখলেছ আলী (৩১)। এর মধ্যে আহত গুলবাহার বেগম ও আছমা বেগমের অবস্থা আশংকাজনক বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, রবিবার বিকেলে সিলেট-থ-১২-১৩৩৬ নং সিএনজি অটোরিক্সা শহর হতে যাত্রী নিয়া লামাকাজীর উদ্দেশ্যে রওয়ানা হয়। ঘটনাস্থল পৌঁছাইলে সিএনজি গাড়ীটি ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সুনামগঞ্জ হতে শহরগামী একটি মাইক্রোবাস (নোহা) যাহার রেজিঃ নং-ঢাকা-মেট্রো-গ-১৪-৯২২৫ গাড়ির উপরে উল্টে গেলে নোহা গাড়ীর সামনের অংশের ধাক্কায় সিএনজি অটোরিক্সার উক্ত মহিলাসহ ৫ যাত্রী গুরুতর আহত হন। এ সময় ঘটনাস্থলে পাশে থাকা পথচারী লোকজনসহ স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে সিলেট ওসমানী হাসপাতালে নিয়া গেলে কর্তব্যরত ডাক্তার আহতদের বিভিন্ন ওয়ার্ডে ভর্তি করেন।