আয়শা সাথী

5

বৃষ্টি বিলাস :

কে বলে স্বর্গ বহুদূর?
স্বর্গ হেথা নামিলো ধরায়,
রিমঝিম সেথা বৃষ্টি বলয়
যেথা তুমি আমি সুরাসুর।

শ্রাবণধারা টুপটাপ বাজায় তান
ছাদবাগানেও সমীরণ ধরিলো গীত,
বিজলী চমকিত খেলিছে খেলা
বজ্র বাজায় ধামা হিতাহিত।

তুমি আর আমি মুখোমুখি
সঙ্গ আবেগী খুনসুটি,
ধোঁয়া ওঠা মালাই চায়ের কাপ
কখনো হেসে লুটোপুটি।

তোমা আমাতে বৃষ্টিবিলাস
কিসের বৃন্দাবন, কিসের কৈলাশ?
আমার আমিতে তোমার বাস
এমনই হোক না আমাদের ইতিহাস!