জাহিদ হাসান রানা :
বাড়ছে জনসংখ্যা কমছে মানুষ,
বাড়ছে মানবদেহ কমছে মানবতা,
কমছে মনুষ্যত্ব বাড়ছে অমানবিকতা,
নামমাত্র মানুষ বাড়ে,
কমে যায় মানবতা।
বেড়ে যায় দুঃখ কমে যায় সুখ,
বাড়ছে অহংকার বেড়ে যায় ক্ষমতার দাপট,
ভালোবাসা কমে যায় বেড়ে যায় মোহ,
বাড়ছে আজ পশুদের রাজত্ব,
চাপা পড়ে যায় ভালো মানসিকতা।