সিলেটে বিভিন্ন ধর্মীয় নেতাদের সাথে করোনা ভাইরাস প্রতিরোধে কর্মশালা

1
সিলেটে বিভিন্ন ধর্মীয় নেতাদের সাথে করোনা ভাইরাস প্রতিরোধে কর্মশালায় বিভিন্ন জামে মসজিদের ইমাম ও বৌদ্ধ বিহারের ভিক্ষু, মন্দিরের পুরোহিত সহ নেতৃবৃন্দের একাংশ।

মহামারী করোনা ভাইরাস প্রতিরোধে সিলেটে বিভিন্ন ধর্মীয় নেতাদের নিয়ে এক কর্মশালা গত ২৭ জুলাই বুধবার দুপুরে সিলেট সিভিল সার্জন অফিসের হল রুমে অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ ইকোয়্যালিটি সোসাইটি সিলেটের উদ্যোগে এডাব ও ইউনসেফ এর সহযোগিতায় কোভিড ১৯ প্রতিরোধ ঝুঁকি নিরুপন, যোগাযোগ জনসম্পৃক্ততা এবং টিকা বার্তা যোগাযোগ জোরদার করণ কর্মসূচী, কমিউনিটি লিডার ও বিভিন্ন ধর্মীয় নেতাদের নিয়ে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন সিলেটের সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) ডাঃ জন্মোজয় দত্ত।
বাংলাদেশ ইকোয়্যালিটি সোসাইটি সিলেটের নির্বাহী পরিচালক রোকসানা বেগম এর সভাপতি কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আল আজাদ।
সিলেট সিভিল সার্জন অফিসের রোগ নিয়ন্ত্রণ মেডিকেল অফিসার ডাঃ আহমেদ শাহরিয়ার এর পরিচালনায় কর্মশালায় প্রকল্পের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন এডাব সিলেটের জেলা সম্বনয়কারী শওকত হাসান। বক্তব্য রাখেন সিলেট মহানগর ইমাম সমিতির সভাপতি হাবীব আহমদ শিহাব, নোয়াপাড়া জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আবুল কালাম আজাদ, সাগর দিঘিরপার জামে মসজিদের ইমাম মাওলানা কাউসারুজ্জামান, ইসলামাবাদ জামে মসজিদের ইমাম মাওলানা বিলাল আহমদ, পাঠানটুলা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হোসাইন আহমদ, বায়তুস সালাম জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুস সত্তার, আদমশাহ জামে মসজিদের ইমাম মাওলানা রফিকুল ইসলাম, সিভিল সার্জন অফিস মসজিদের ইমাম মাওলানা শুয়াইবুর রহমান, মোয়াজ্জিন মাওলানা জামাল উদ্দিন, কুয়ারপার জামে মসজিদের ইমাম হাফিজ মাওলানা মাহবুবুর রহমান, সিলেট বৌদ্ধ বিহারের ভিক্ষু মহানাম, সিলেট প্রেসবিটারিয়ান চার্চ এর ফাদার ডিকন নিকুন সাংমা, কালীবাড়ী মন্দিরের পুরোহিত বাদল চক্রবর্তী, বাংলাদেশ ইকোয়্যালিটি সোসাইটি সিলেটের ভলান্টিয়ার মঈনুল ইসলাম, ফজলুর রহমান প্রমুখ।
কর্মশালায় বক্তারা বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে সিলেটে বিভিন্ন ধর্মীয় নেতা ও সর্বমহলের মাধ্যমে সচেতনতা গড়ে তোলা ও দায়িত্বশীল হতে হবে। ভাইরাসে আক্রান্ত হলে ভয় না পেয়ে সাথে সাথে চিকিৎসা গ্রহণের জন্য ডাক্তারের পরামর্শে ঔষধ খেতে হবে। তবেই করোনা ভাইরাস থেকে মুক্তি পাওয়া সম্ভব। বক্তারা, সরকারী আইন নির্দেশ ও স্ব্যাস্থ্য বিধি মেনে বেশি বেশি হাত দোয়া এবং গণসচেতনতার মাধ্যমে সম্মিলিত প্রচেষ্টায় দেশ করোনা ভাইরাস মুক্ত হবে।
বক্তারা আরো বলেন, এখনো যারা টিকা গ্রহণ করেননি নিজেদের স্বার্থে দ্রুত টিকা গ্রহণ করার আহবান জানান। বিজ্ঞপ্তি