সুনামগঞ্জে সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রাণ বিতরণ

4
বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির উদ্যোগে জেলার সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ কেনার জন্য নগদ অর্থ হাতে তুলে দিচ্ছেন সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি কেন্দ্রীয় সভাপতি আবু সাঈদ ভূঁইয়া সহ সমিতির শিক্ষক নেতৃবৃন্দ।

বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির উদ্যোগে সুনামগঞ্জের ৩টি বন্যাদুর্গত এলাকার মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার (৪ জুলাই) তাহিপুর উপজেলার বালিয়াজুরী, লামারগাঁও, সুনামগঞ্জ সদর উপজেলার লালপুর এলাকায় এসব ত্রাণ সামগ্রী বিতরণ করেন সমিতির নেতৃবৃন্দ। এসময় জেলার সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ কেনার জন্য নগদ অর্থ বিতরণ করা হয়।
খাদ্য সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন, সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি কেন্দ্রীয় সভাপতি আবু সাঈদ ভূইয়া, সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন মাহমুদ সালমী, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, কোষাধ্যক্ষ আব্দুস সালাম, বাসমাশিস সিলেট অঞ্চলের সভাপতি কবির খান, কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক মাহমুদুর রহমান, কেন্দ্রীয় সহ সম্পাদক শওকত হোসেন, কেন্দ্রীয় সদস্য আবু নছর মো. সুফিয়ান, আল ইমরান, বাসমাশিস চট্টগ্রাম অঞ্চলের সেক্রেটারী আফছার উদ্দিন রাজু, ঢাকা অঞ্চলের সেক্রেটারী রমজান আলী, কেন্দ্রীয় সহ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, বাসমাশিস সুনামগঞ্জ জেলার সভাতি হাফিজ মশহুদ চৌধুরী, সেক্রেটারী আবুল কালাম আজাদ, সিলেট জেলার সেক্রেটারী বিপ্লব নন্দী।
এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি কেন্দ্রীয় সভাপতি আবু সাঈদ ভূইয়া বলেন, আমাদের সবাইকে পানিবন্দি মানুষের পাশে দাঁড়ানো উচিত। আমাদের একটু সহযোগিতা হয়তো তাদের মনে একটু হলেও প্রশান্তি এনে দিতে পারে। এখনও অনেকে পানি বন্দি রয়েছেন। তাদের সবাইকে সরকারি ও বেসরকারি উদ্যোগের পাশাপাশি সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
বাসমাশিস নেতৃবৃন্দ, স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ ও জনপ্রতিনিধিদের সহযোগিতায় অত্যন্ত সুশৃংখলভাবে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। এসময় বাসমাশিস সিলেট অঞ্চল ও সুনামগঞ্জ জেলার অন্যান্য নেতৃবৃন্দ এবং সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি