জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের ত্রাণ সামগ্রী বিতরণের অংশ হিসাবে ২ জুলাই শনিবার সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার চারটি পয়েন্টে ত্রাণ কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
মাওলানা হাসমত উল্লাহ খান, সৈয়দ মনির আহমদ, মাওলানা সৈয়দ ওয়ালিদ আহমেদ এর তত্ত্বাবধানে জগন্নাথপুর ভবের বাজারে, কাতিয়া মাওলানা আব্দুর রহমান জুয়েল এর তত্ত্বাবধানে ৯নং ইউনিয়নে, মাওলানা বজলুর রহমান সোহান এর তত্ত্বাবধানে ৬নং ইউনিয়নে রানিগঞ্জ নারিকেলতায় ও সৈয়দ মনির আহমদ এর তত্ত্বাবধানে ৭নং সৈয়দপুর ইউনিয়নের ত্রাণ বিতরণ করা হয়।
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও সিলেট মহানগর সভাপতি মাওলানা আব্দুল মালিক চৌধুরী নেতৃত্বে ত্রাণ বিতরণ কার্যক্রমের উপস্থিত ছিলেন মহানগর জমিয়তের সিনিয়র সহ সভাপতি প্রিন্সিপাল মাহমুদুল হাসানা, সাধারণ সম্পাদক আবুবকর সিদ্দিক সরকার, জমিয়ত নেতা হাফিজ মাওলানা মাহমুদুল হাসান, মাওলানা আব্দুল জলিল চৌধুরী, যুব জমিয়ত সিলেট মহানগর শাখার সভাপতি মুফতী জাকারিয়া মাহমুদ, সাধারণ সম্পাদক রেজাউল হক এলএলবি, ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক দেলওয়ার হোসেন ইমরান, ছাত্র জমিয়তের কেন্দ্রীয় নেতা ইশরাক হোসেন, ছাত্রনেতা রেজাউর রহিম উসামা প্রমুখ।
এছাড়াও সিলেট বিভাগের বিভিন্ন স্থানে জমিয়তের উদ্যোগে ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। বিজ্ঞপ্তি