স্টাফ রিপোর্টার :
বন্যাদুর্গতের স্বাস্থ্য সুরক্ষার জন্য সিলেট মহানগর পুলিশ (এসএমপি) ফ্রি ভাসমান মেডিকেল ক্যাম্প চালু করেছে। শনিবার ৬ষ্ঠ দিনের মতো মহানগরের জালালাবাদ থানার কান্দিখলা ইউনিয়ন এবং হাটখলা ইউনিয়নসহ বিভিন্ন এলাকায় এ কার্যক্রম সম্পন্ন হয়।
মহানগর পুলিশের এডিসি (মিডিয়া) বিএম আশরাফ উল্লাহ তাহের বলেন, পুলিশ কমিশনার মো. নিশারুল আরিফ এর সার্বিক দিক-নির্দেশনায় সিলেট মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৬ষ্ঠ দিনের মতো ‘ফ্রি ভাসমান মেডিকেল ক্যাম্প’ সম্পন্ন হয়েছে। শনিবার ২০৫ জন নারী-পুরুষ অভিজ্ঞ চিকিৎসকের মাধ্যমে ডাক্তারি সেবা ও ঔষধ পত্র নিয়েছেন। এরমধ্যে পানিবাহিত ও বিভিন্ন রোগাক্রান্ত মহিলা ১০০ জন, পুরুষ ৪৫, শিশু ৬০ রয়েছেন। তাদের মধ্যে প্রয়োজনীয় ডাক্তারি সেবা ও ঔষধ পত্র বিতরণ করা হয়।