বালাগঞ্জে আনজুমানের খাবার ও ত্রাণ সামগ্রী বিতরণ ॥ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনে বিত্তবানদের এগিয়ে আসা উচিত

7

সিলেটের বালাগঞ্জে বন্যার্তদের মাঝে শুকনো খাবার বিতরণকালে আনজুমানে খেদমতে কুরআন সিলেটের নেতৃবৃন্দ বলেছেন, বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দেশের ভাই-বোনদের পাশাপাশি প্রবাসী শুভাকাক্সক্ষীরা যেভাবে সহায়তা করেছেন, তা সত্যিই প্রশংসনীয়। সবার প্রতি আমরা কৃতজ্ঞ। শুকনো খাবারসহ প্রয়োজনীয় জিনিসপত্রের সহায়তা অব্যাহত রয়েছে। তারা বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনের জন্য দেশ-বিদেশের শুভাকাক্সক্ষীদের এগিয়ে আসতে হবে। কারণ আশ্রয়হীন মানুষের আশ্রয়ের ব্যবস্থা করা জরুরী হয়ে পড়েছে।
রবিবার বালাগঞ্জে আনজুমানে খেদমতে কুরআন সিলেটের উদ্যোগে বন্যার্তদের মাঝে শুকনো খাবার ও ত্রাণ সামগ্রী বিতরণকালে নেতৃবৃন্দ উপরোক্ত কথাগুলো বলেন। সংগঠনের সেক্রেটারি হাফিজ মাওলানা মিফতাহুদ্দীন আহমদের সভাপতিত্বে ও প্রচার সম্পাদক মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ারের পরিচালনায় ত্রাণ সামগ্রী বিতরণকালে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক এডভোকেট আলিম উদ্দীন, প্রকাশনা সম্পাদক ও ত্রাণ কমিটির সদস্য সচিব জাহেদুর রহমান চৌধুরী, অফিস সম্পাদক মাওলানা মুহাম্মদ অলিউর রহমান সিরাজী, বালাগঞ্জের বিশিষ্ট সমাজসেবক মুহাম্মদ আব্দুস সাত্তার, এডভোকেট আব্দুল আহাদ সিদ্দিকী ও এলাইছ মিয়া প্রমুখ। বিজ্ঞপ্তি