মো. শাহজাহান মিয়া জগন্নাথপুর থেকে :
স্মরণকালের ভয়াবহ বন্যায় সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সকল হাট-বাজার তলিয়ে যায়। গত ৩ দিন ধরে পানি কমতে শুরু করেছে। এর মধ্যে কিছুটা পানি কমে যাওয়ায় জগন্নাথপুর পৌর শহরের প্রধান প্রধান সড়ক সহ উপজেলার আরো বিভিন্ন হাট-বাজারের সড়ক ভেসে উঠেছে। তবে হাট-বাজারে এখনো পানি রয়েছে। যে কারণে গত কয়েক দিন ধরে জগন্নাথপুর পৌর শহরের প্রধান প্রধান সড়কজুড়ে বসেছে অস্থায়ী হাট। হাটে মাছ, তরকারি সহ সকল প্রকার পণ্য কেনাবেচা হচ্ছে। এ হাটের কারণে যানজট প্রকট হলেও মানুষের কোন অভিযোগ নেই। বরং এ বন্যায় অতি প্রয়োজনীয় নিত্যপণ্য কিনতে পাওয়ায় ক্রেতারা বেজায় খুশি হয়েছেন বলে ২৫ জুন শনিবার হাটে আসা অধিকাংশ ক্রেতারা জানান।