আজমিরীগঞ্জে বাড়ির উঠানে বন্যার পানিতে ডুবে শিশুর মৃত্যু

7

হবিগঞ্জ থেকে সংবাদদাতা :
হবিগঞ্জের আজমিরীগঞ্জে বাড়ির উঠানে বন্যার পানিতে ডুবে মেরাজুল ইসলাম নামে (১৮ মাস) এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার দুপুর ২টার দিকে উপজেলার কাকাইলছেও ইউনিয়নের দক্ষিণ রসুলপুর গ্রামে এ ঘটনাটি ঘটে। মেরাজুল ইসলাম ওই গ্রামের খলিল মিয়ার পুত্র।
এ বিষয়ে কাকাইলছেও ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ড সদস্য রফিক মিয়া জানান, শুক্রবার দুপুরে বাড়ির পুরুষেরা জুম্মার নামাজ আদায় করতে মসজিদে চলে যান। এ সময় শিশু মেরাজুল ঘরে খেলায় ব্যস্ত ছিল। বাড়ির নারীরাও রান্নার কাজে ব্যস্ত হয়ে পড়লে মেরাজুল খেলতে খেলতে বাড়ির সামনে উঠানে বন্যার পানিতে ডুবে যায়। কিছুক্ষণ পর শিশুর মা মেরাজুলকে দেখতে না পেয়ে চিৎকার শুরু করলে স্বজনরা আশে পাশের লোকজন এগিয়ে এসে খোঁজতে থাকেন। কিছুক্ষণ পর বাড়ির পাশে মেরাজুলের লাশ ভেসে ওঠে। উদ্ধার করে আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এর আগে গত ২১ জুন একই ইউনিয়নের গোয়ালগাও (বাজারহাটি) গ্রামের তারা মিয়া মাছ ধরতে গিয়ে পানিতে ভেসে গিয়ে মারা যান।