নিজের সেতু :
নিজের টাকায় নিজেরাই
গড়েছি পদ্মা সেতু,
বিশ্ব ব্যাংক পালিয়েছে
অবিশ্বাসের হেতু।
আজ বাঙালির কাজ দেখে
অবাক বিশ্ববাসী,
কদিন পরেই চলবে গাড়ী
মনে যে সুখের হাসি।
স্বপ্নরা মেলছে ডানা
ঐ বিশ্বাসের সাথে,
নিন্দুকের মুখ বন্ধ
ছাই পড়েছে পাতে।
গর্বে আমার বুক ভরে
আমরা সবই পারি,
মনে সাহস নিয়ে আমরা
নিজের সেতুটা গড়ি।