পিএসজির কোচ হচ্ছেন না বললেন জিদানের এজেন্ট

7

স্পোর্টস ডেস্ক :
মেসি-নেইমারদের কোচ হতে কাতারে পাড়ি জমিয়েছেন ফরাসি কিংবদন্তি ফুটবল ও কোচ জিনেদিন জিদান- সম্প্রতি এমন গুঞ্জনই শোনা যায়। মূলত ফরাসি গণমাধ্যমগুলো এমন খবর প্রচার করার কারণেই বিষয়টি বেশ আলোচনায় এসেছিল। এবার সেই গুঞ্জন উড়িয়ে দিলেন জিদানের এজেন্ট। পিএসজির কোচ হচ্ছেন না জিদান।
জিদান কাতারে যাওয়ার পর ফরাসি গণমাধ্যমগুলো ফলাও করে যে, পিএসজির কোচ হতে যাচ্ছেন সাবেক এই ফরাসি ফুটবলার। অবশ্য এভাবে সংবাদ প্রকাশ করার যথেষ্ঠ কারণও ছিল। কেননা পিএসজির মালিকও অবস্থান করে সেই কাতারেই। জিদান তার সঙ্গে সাক্ষাৎ করতেই কাতারে গেছেন বলে দাবি গণমাধ্যমগুলোর।
এর আগে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ জিদানেকে দেশে ফেরার অনুরোধ করেছিলেন। আরএমসি স্পোর্টকে তিনি বলেছিলেন, ‘আমি জিনেদিন জিদানের সঙ্গে কথা বলিনি। কিন্তু আমি তার অপরিসীম প্রশংসা করি, খেলোয়াড় ও কোচ হিসেবে। আমরা সত্যিই এমন প্রতিভার একজন অ্যাথলেট ও কোচকে ফরাসি চ্যাম্পিয়নশিপে চাই, যিনি তিনটি বড় কাপ এনে দিতে সক্ষম।’
এবার গুঞ্জনকারীদের বুড়ো আঙ্গুল দেখিয়ে জিদানের এজেন্ট অ্যালান ফরাসি সংবাদমাধ্যমে বলেন, ‘যেসব গুঞ্জন শোনা যাচ্ছে, সবগুলোই ভিত্তিহীন। এখন পর্যন্ত আমিই জিদানের একমাত্র প্রতিনিধি এবং আমি বা জিদান- কারও সঙ্গে পিএসজি মালিকের সরাসরি যোগাযোগ হয়নি।’
তিনি আরও বলেন, ‘আমার তো স্পষ্ট সংশয় আছে। নিশ্চিতভাবেই কাতারের আমি শেখ তামিম বিন হামাদ আল থানি সামাজিক যোগাযোগ মাধ্যম বা গণমাধ্যম দেখে নিজের কার্যক্রম সম্পন্ন করেন না বা ভবিষ্যতের সিদ্ধান্ত নেন না। আমি জানি না তিনি আদৌ জিদানের কাতার সফর নিয়ে আগ্রহী কি না।’