বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট মহানগরীর সেক্রেটারী মোহাম্মদ শাহজাহান আলী বলেছেন, বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় ও খেটে খাওয়া মানুষ খুবই কষ্টে দিনাতিপাত করছে। বন্যার পানি নামলেও নানা বন্যা কবলিত মানুষের দুর্ভোগের শেষ নেই। বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় ও খেটে খাওয়া মানুষের পুনর্বাসনে সরকার ও সামর্থ্যবানদের এগিয়ে আসতে হবে।
তিনি বুধবার সিলেট মহানগর জামায়াতের উদ্যোগে ধারাবাহিক ত্রাণ তৎপরতা ও রান্না করা খাবার বিতরণ কর্মসূচির অংশ হিসেবে নগরীর বিভিন্ন স্থানে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রান্না করা খাবার বিতরণকালে উপরোক্ত কথা বলেন। এদিকে প্রতিদিনের ন্যায় বুধবারও নগরীর বিভিন্ন ওয়ার্ডের পৃথক পৃথক এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে খাবার বিতরণ অব্যাহত রয়েছে।
বুধবার দিনভর মহানগর জামায়াতের উদ্যোগে নগরীর সিলেট নগরীর সোবহানী ঘাটের মৌবন, যতরপুর, বালুচর, টুলটিকর, দক্ষিণ সুরমা থানার মোমিনখলা ও হবিন্দী এলাকায় রান্না করা খাবার বিতরণ করেন মহানগর সেক্রেটারী মোহাম্মদ শাহজাহান আলী। এসময় পৃথক এলাকায় স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি