মাধবপুরে ২টি ডায়াগনস্টিক সেন্টার বন্ধ ও ২টিতে জরিমানা

4

হবিগঞ্জ থেকে সংবাদদাতা :
হবিগঞ্জের মাধবপুরে বৈধ কাগজপত্র না থাকায় ২টি ডায়াগনস্টিক সেন্টারকে সাময়িকভাবে বন্ধ এবং প্রশাসনের আদেশ অমান্য করে হাসপাতাল পরিচালনা করায় ২টি হাসপাতালকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
গতকাল সোমবার সকালে থেকে দুপুর পর্যন্ত সহকারী কমিশনার (ভূমি) মো. আলাউদ্দিনের নেতৃত্বে মনতলা বাজারে শাহজালাল ডায়াগনষ্টিক সেন্টার এবং ডা. মিজান ডেন্টাল কেয়ারে বৈধ কাগজ পত্র না থাকায় কার্যক্রম সাময়িক বন্ধ ও ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়।
অন্যদিকে উপজেলা প্রশাসনের আদেশ অমান্য করে হাসপাতাল পরিচালনা করায় মাধবপুর পৌর শহরের প্রাইম হাসপাতালকে ৫ হাজার, নুসরা জেনারেল হাসপাতালকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক।
মাধবপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ইশতিয়াক আল মামুন জানান, স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনার প্রেক্ষিতে সারা দেশের ন্যায় মাধবপুর উপজেলায় এ অভিযান চালনো হয়।