নাইজেরিয়ার গির্জায় পদদলিত হয়ে ৩১ জনের মৃত্যু

7

কাজিরবাজার ডেস্ক :
নাইজেরিয়ার একটি গির্জায় পদদলিত হয়ে ৩১ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন আরও সাতজন। জানা গেছে, গির্জাটিতে তারা খাবার খেতে গিয়েছিলেন। দেশটির পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে। দেশটির রিভার রাজ্যের পুলিশ মুখপাত্র গ্রেস ইরিঞ্জ কোকো বলেন, শনিবার (২৮ মে) সকালে শত শত মানুষ গির্জাটিতে খাবার খেতে যায়। এসময় একটি গেট ভেঙে গেলে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
গ্রেস ইরিঞ্জ কোকো বলেন, লোকজন খুব সকালে সেখানে ভিড় করতে শুরু করে। এসময় তারা অধৈর্য্য হয়ে ধাক্কা-ধাক্কি শুরু করে। এক পর্যায়ে পদদলিতের ঘটনা ঘটে। পুলিশ তদন্তের পাশাপশি ঘটনার বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বলেও জানান তিনি।
নাইজেরিয়ার স্থানীয় একটি সংবাদমাধ্যমের খবরে বলা হয়, গির্জায় ফ্রিতে খাবার কেনার জন্য শত শত মানুষ ভিড় করে। শুক্রবার থেকেই সেখানে লাইনে দাঁড়ায় তারা।
নিহত ও আহতদের স্থানীয় একটি সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।