ঈদে পর্যটকদের পদচারণায় মুখরিত সাদাপাথর

11

লবীব আহমদ কোম্পানীগঞ্জ থেকে :
প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জ সাদাপাথর পর্যটকদের পদচারণায় মুখরিত। পবিত্র ঈদুল ফিতরের ছুটি উপলক্ষে এখানে ভিড় জমিয়েছেন মহিলা, শিশু, যুবকসহ নানা বয়সের পর্যটক। গতকাল শনিবার ঈদের পঞ্চম দিন সকাল থেকেই ১০ নম্বর নৌকা ঘাট জুড়েই এখন পর্যটকদের আনাগোনা। জিরো পয়েন্ট সাদাপাথরে পর্যটন স্পটে রয়েছে পর্যটকদের উচ্ছ্বাসিত উপস্থিতি।
ঈদুল ফিতর উপলক্ষে প্রথম দিন সকাল থেকে এসব পর্যটকের আগমন ঘটে সাদাপাথরে। আগত পর্যটকরা ছবি তোলা, স্বচ্ছ পানিতে ছোট ছোট টায়ারে হৈ-হুল্লোড়, আড্ডা, বেঞ্চিতে বসে সময় কাটানো এবং উজান থেকে নেমে আসা জলে গাঁ ভাসিয়ে উপভোগ করছেন তাদের ভ্রমণ।
এমন পর্যটকদের আগমনে বুকিং রয়েছে হোটেল এন্ড রিসোর্টের প্রায় সব রুম। এমনটাই জানিয়েছেন সাদাপাথর হোটেল এন্ড রিসোর্টের জেনারেল ম্যানেজার সাইফুল ইসলাম। সাদাপাথরে বিজিবি পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা ছিল লক্ষণীয়। আগত পর্যটকদের সার্বিক নিরাপত্তায় কঠোর অবস্থানে রয়েছে তারা।
মৌলভীবাজার থেকে আসা পর্যটক দম্পতি তাজ উদ্দিন -জাহানারা জানান, ঈদের ছুটিতে পরিবার নিয়ে এখানে এসেছি। খুব ভালো একটি জায়গা উপভোগ করার মতো। খুবই আনন্দ উপভোগ করেছি। ঢাকা থেকে আসা অপর পর্যটক সোহানুর রহমান বলেন, পাহাড়ের গাঁ ঘেঁষা সাদাপাথর স্পটটি খুব সুন্দর। বার বার এখানে ছুটে আসতে মন চায় বলেও তিনি জানিয়েছেন।
কোম্পানীগঞ্জ ট্যুরিজম ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল জলিল জানান, ঈদের পঞ্চম দিনে সাদাপাথরে পর্যটকের উপস্থিতি খুব বেশি। তাদের সেবায় পর্যটন সংশ্লিষ্ট সব ব্যস্ত রয়েছে। আসা করছি এই সুযোগে কিছুটা হলেও আর্থিক ক্ষতি পুষিয়ে নিতে পারবে। এই ঈদে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা ব্যবস্থাও জোরদার রয়েছে।
কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লুসিকান্ত হাজং জানান, পর্যটকদের নিরাপত্তায় পর্যটন স্পটে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। মূল স্পটসহ নিরাপত্তা বলয়ে পুলিশের ৩টি টিম সক্রিয় রয়েছে। এছাড়া বিজিবি সদস্যরাু তৎপর রয়েছে।