স্টাফ রিপোর্টার :
ঈদুল ফিতরের ছুটি শেষে নগরীতে ফিরতে শুরু করেছে কর্মমুখী মানুষ। সড়কপথে ফেরার সময়ে কোনো ধরনের ভোগান্তি হয়নি বলে জানিয়েছেন অনেকে। তবে তুলনামূলক যাত্রীর চাপ ছিল কম।
গতকাল শনিবার সকাল থেকে কদমতলী বাস টার্মিনাল, কুমারগাঁও বাস টার্মিনালে, বন্দরবাজার লেগুনা স্ট্যান্ডে তেমন কোনো ধরনের চাপ দেখা যায়নি। তাই, অনেকটাই স্বস্তিতে নগরীতে ফিরছে মানুষ। এদিকে স্বস্তিতেই ট্রেনেও ফিরছে মানুষ।
শুক্রবার সকাল থেকে প্রায় প্রতিটি ট্রেন, সময় মতোই সিলেট পৌঁছেছে। পরিবার-পরিজনের সঙ্গে ঈদ উদযাপন শেষে কর্মস্থলে ফিরতে শুরু করেছেন কর্মজীবীরা। তবে পুরোদমে এখনও ফেরা শুরু হয়নি। শুক্রবার ও শনিবার মানুষের চাপ তেমনটা দেখা যায়নি।
তবে আজ রবিবার থেকে নগরীতে মানুষের চাপ বাড়বে। শনিবার দোকানপাঠ খুললেও অফিস-আদালত বন্ধ ছিল। তাই আজ সবকছিু খুলে পুরোদমে আবারও শুরু হবে কর্মব্যস্ততা। গত ২৯ এপ্রিল থেকে শুরু হয় ঈদের ছুটি। ৬ দিনের ছুটি বুধবার শেষ হলেও আজ রবিবার থেকে অফিস-আদালতে শুরু হবে পুরোদমে কাজ।