ইলিয়াছ হোসেন

5

আট ঘন্টা কাজ :

ভোর হতে সন্ধ্যা অবধি
কাজ করতে হবে,
কোনো বিরাম পাবে নাকো
কাজ চলবে যবে।

মালিক পক্ষের এমন কথায়
রুখে দাঁড়ায় শ্রমিক,
ঐশ্বর্য লোভী মালিকদের
জানায় তারা ধিক।
আট ঘন্টা কাজে শ্রমিকরা
ধর্মঘট করে,
পুলিশের ছোড়া গুলিতে
নির্বিচারে মরে।

তবু শ্রমিক অনড় থেকে
আট ঘন্টার কথা কয়,
মালিকদের লেলানো পুলিশ
আরো চড়াও হয়।

পুলিশ পারেনি দমাতে
শ্রমিকের ধর্মঘট,
আন্দোলনে খোলে তখন
আট ঘন্টা কাজের জট।

কর্মস্থলে শ্রমিক এখন
কাজ করে আট ঘন্টা,
আট ঘন্টা কাজে শ্রমিকের
সতেজ থাকে মনটা।