বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির নির্বাচন সম্পন্ন

9
বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি কেন্দ্রীয় কমিটির দ্বি-বার্ষিক নির্বাচনে সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের শহীদ সুলেমান হলে স্থাপিত ভোট কেন্দ্রে ভোটাররা ভোট প্রদান করছেন।

বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির কেন্দ্রীয় কমিটির দ্বি-বার্ষিক নির্বাচন শনিবার সম্পন্ন হয়েছে। নির্বাচনের অংশ হিসাবে উৎসবমুখর পরিবেশে সিলেট বিভাগের ভোটাররা সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের শহীদ সুলেমান হলে স্থাপিত ভোট কেন্দ্রে সিলেট বিভাগের ৪ জেলার ভোটাররা ভোটাধিকার প্রয়োগ করেন। সংগঠনের সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা হাবিব আহমদ চৌধুরী জানান শাহজালাল (বাচ্চু)’র নেতৃত্বে বাংলাদেশ ঔষধ ব্যবসায়ী সম্মিলিত পরিষদ ও আলহাজ্জ সাদিকুর রহমান সমর্থিত মোজাম্মেল কামাল পরিষদ এই ২টি প্যানেলে ৯৯জন প্রার্থী এ নির্বাচনে অংশ গ্রহণ করছেন। প্রতিজন ভোটার ৪৩জন প্রার্থীকে ভোট প্রদান করবেন, ১টি ভোট কম প্রদান করলে ব্যালেট বাজেয়াপ্ত হবে। এই নির্বাচনের মাধ্যমে সারা বাংলাদেশের ভোটারদের ফলাফলের ভিত্তিতে ৪৩জন পরিচালক নির্বাচিত হবেন পরবর্তীতে পরিচালকরা বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির কেন্দ্রীয় কমিটি গঠন করবেন। সিলেট বিভাগের ৮৫৬ জন ভোটারের মধ্যে ৫৭৯ জন ভোট প্রয়োগ করেন। ১৩৭টি ভোট বাজেয়াপ্ত ঘোষণা করা হলে মোট বৈধ ভোটের সংখ্যা দাঁড়ায় ৪৪২টি। সিলেট বিভাগের এ অংশের নির্বাচনে ময়নুল হক চৌধুরী ৪২৮টি, মশাহিদ উদ্দিন ৪২৬টি এবং এমদাদুল হক মছনু ৪২৭টি ভোটে নির্বাচিত হন। বিজ্ঞপ্তি