বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে ভাষা আন্দোলন এবং মহান স্বাধীনতা অর্জন আমাদের সোনালী অর্জন। জাতির বীর সন্তানেরা একটি স্বাধীন দেশ, সুরক্ষিত সীমানা ও লাল সবুজের একটি পতাকার জন্য বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে। শহীদের রক্তে এই ভূমি উর্বর হয়েছে। দুঃখজনক হলেও সত্য স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে এসেও আমরা স্বাধীনতার পুরো স্বাদ থেকে বঞ্চিত। স্বাধীনতার পর থেকে দেশে যথেষ্ট অবকাঠামোগত উন্নয়ন হয়েছে এটা সত্য। তবে মহান স্বাধীনতার মূলনীতি আজো বাস্তবায়ন হয়নি। মানুষের মৌলিক অধিকার আজো প্রতিষ্ঠিত হয়নি। সামাজিক মর্যাদা, সাম্য ও ন্যায় বিচারের জন্য আমাদের অর্জন আজ বিসর্জনে পরিণত হয়েছে। শুধুমাত্র আদর্শিক ভিন্নতার কারণে নিরপরাধ থাকাও সত্ত্বেও একটা গোষ্ঠীর উপর হত্যা, গ্রেফতার, হামলা-মামলা ও নির্যাতনের স্টীম রোলার চালানো হচ্ছে। মানব জাতিকে শোষণমুক্ত একটি সুখী সমৃদ্ধ সমাজ উপহার দিতে এসেছে শান্তি ও মানবতার ধর্ম ইসলাম। মানবতার মুক্তিদূত মহানবী (সাঃ) এর দেখানো পথেই দেশ, জাতি, রাষ্ট্র ও সমাজের প্রকৃত কল্যাণ ও মুক্তি নিহিত। এর আলোকে বাংলাদেশ জামায়াতে ইসলামী ইনসাফ ভিত্তিক সমাজ বিনির্মাণে কাজ করে যাচ্ছে। সীমাহীন জুলুম নিপীড়ন উপেক্ষা করে জামায়াত সামর্থ্য অনুযায়ী আর্ত মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছে। এই ধারা অব্যাহত থাকবে। ইনশাআল্লাহ।
তিনি শনিবার স্বাধীনতার ৫০ বছরপূর্তি উপলক্ষে নগরীর আখালিয়া নয়াবাজার এলাকায় সিলেট মহানগর জামায়াত ফ্রি খৎনা ক্যাম্পেন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। মহানগরীর জালালাবাদ থানা আমীর মুফতী আলী হায়দারের সভাপতিত্বে ও সেক্রেটারী মাওলানা জুনায়েদ আল হাবীবের পরিচালনায় অনুষ্ঠিত খৎনা ক্যাম্পে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিলেট মহানগর জামায়াতের নায়েবে আমীর মাওলানা সোহেল আহমদ। বক্তব্য রাখেন, জালালাবাদ থানার সহকারী সেক্রেটারী মাওলানা আব্দুল লতিফ, সমাজসেবী ও শিক্ষানুরাগি মুহাম্মদ ফয়জুল হক, টুকেরবাজার ৬নং ওয়ার্ড জামায়াতের সভাপতি রিয়াজ আহমদ ও সহ-সভাপতি তারেক মিয়া বাবুল প্রমুখ। বিজ্ঞপ্তি