সকল ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে প্রতিহত করে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে – হাবিবুর রহমান হাবিব এমপি

5
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুব রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন আয়োজিত অনুষ্ঠানে কেক কাটছেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব।

সিলেট-৩ আসনের সংসদ সদস্য, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হাবিবুর রহমান হাবিব বলেছেন, স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান খ্যাতিমান এক মহাপুরুষ। তাঁর সৎ সাহসই আমাদেরকে বীর বাঙালি জাতি বানাতে সাহস যুগিয়েছিল। টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করা সেই বঙ্গবন্ধু নিজগুণে এখন বিশ্বের নেতা। বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল বাঙালির স্বাধীনতা। সেই লক্ষ্য বাস্তবায়নে তিনি ৬ দফা সহ বিভিন্ন কর্মসূচী দিয়ে বাঙালি জাতিকে জাগ্রত করেছিলেন।
কিন্তু দেশের দুশমন ঘাতকরা বঙ্গবন্ধুকে হত্যা করে জাতিকে কলঙ্কিত করেছিল, বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই ঘাতকদের বিচারের আওতায় এনে জাতিকে কলঙ্কমুক্ত করেছেন।
তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, দেশদ্রোহী সকল ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে প্রতিহত করে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। দেশের উন্নয়নের কথা দলীয় নেতাকর্মীরা জনগণের মাঝে পৌঁছে দিতে হবে।
এমপি হাবিবুর রহমান হাবিব ১৭ মার্চ বৃহস্পতিবার সন্ধ্যায় দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বঙ্গবীর রোডস্থ কার্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম বার্ষিকী উপলক্ষে আয়োজিত কেক কাটা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী সাইফুল আলম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আহমদ এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক হাজী ফারুক আহমদ, উপ প্রচার সম্পাদক মতিউর রহমান মতি, সদস্য এডভোকেট বদরুল ইসলাম জাহাঙ্গীর, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রাজ্জাক হোসেন, সাবেক সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলাম ও মাসুক উদ্দিন।
বক্তব্য রাখেন কামাল বাজার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনোয়ার আলী, সাধারণ সম্পাদক আবুল হোসেন, সহ সভাপতি মাসুক মিয়া, যুগ্ম সম্পাদক খলিলুর রহমান, তেতলী ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আজম আলী, সাধারণ সম্পাদক আব্দুল বাছিত রানা, কুচাই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আখতার হোসেন, মোল্লারগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন বাচ্চু, তেতলী ইউনিয়নের ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি, সাবেক ইউপি সদস্য আকবর আলী মেম্বার, জেলা কৃষকলীগের যুগ্ম সম্পাদক জাহেদ আলী, আওয়ামী লীগ নেতা জাবেদ আহমদ, উপজেলা যুবলীগের আহবায়ক নুরুল ইসলাম, স্বেচ্ছাসেবকলীগ নেতা নিজাম উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক কালাম হোসেন, যুবলীগ নেতা লিটন খান, সামছুল ইসলাম, জুবের আহমদ, আব্দুর রহমান, ফখরুল ইসলাম বাদল, জাহেদ আহমদ, ছাত্রলীগ নেতা নাঈম আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি