স্টাফ রিপোর্টার :
তারা একসাথে দীর্ঘদিন ক্যাবিনেটে ছিলেন। একজন সামলেছেন অর্থমন্ত্রণালয়, আরেকজন শিক্ষা। এখন দু’জনেই সাবেক। তবে সিলেট-৬ আসনের সাংসদ নুরুল ইসলাম নাহিদ মন্ত্রী না হলেও সংসদে আছেন এখনো। মঙ্গলবার সন্ধ্যায় তারা আবারও একসাথে বসেছিলেন হাফিজ কমপ্লেক্সে। সাবেক অর্থমন্ত্রীকে দেখতে তাঁর বাসা গিয়েছিলেন নাহিদ।
এ সময় দু’জনেই ছিলেন হাসি মুখে। বিশেষ করে সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতকে আগের চেয়ে আরও সতেজ মনে হয়েছে বলে জানিয়েছেন এক প্রত্যক্ষদর্শী। দুই সাবেক মন্ত্রী কুশল বিনিময়ের পাশাপাশি পরস্পরের স্বাস্থ্যের খোঁজখবর নেন।
উল্লেখ্য, আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলির সদস্য, সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত শারীরিক অসুস্থতা আর করোনা পরিস্থিতির কারণে দীর্ঘ দু’বছর পর সোমবার সন্ধ্যায় বিমানযোগে সিলেট আসেন। তিনি তাঁর পৈতৃক নিবাস হাফিজ কমপ্লেক্সে উঠেন। আর আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য নুরুল ইসলাম নাহিদ ৫ দিনের সফরে সিলেট আসেন গত ১২ মার্চ সন্ধ্যায় সিলেট পৌঁছান দলীয় কাজে। সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় যোগদান করতেই তার সিলেট আগমন।
এসময় তাঁর নির্বাচনী এলাকা গোলাপগঞ্জ-বিয়ানীবাজারেও দু’দিন অবস্থানের কথা জানিয়েছে উপজেলা আওয়ামী লীগের নির্ভরযোগ্য সূত্র।