আজ বিশ্ব ভোক্তা অধিকার দিবস

19

আজ ১৫ মার্চ মঙ্গলবার বিশ্ব ভোক্তা অধিকার দিবস। প্রতি বছরের ন্যায় এবার ও জেলা প্রশাসন সিলেট, জাতীয় ভোক্তা- অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট এবং কনজুমার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) সিলেট এর যৌথ উদ্যোগে দিবসটি উদযাপনের জন্য নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
কর্মসূচির মধ্যে রয়েছে সিলেট মহানগরীর বিভিন্ন স্থানে দিনব্যাপী ট্রাক-শো ও সচেতনতামূলক জারিগান প্রচার এবং নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে সচেতনমূলক লিফলেট ও পাম্পলেট বিতরণ। এছাড়া সকাল ১০ টায় ভোক্তা-সাধারণ, ব্যবসায়ী ও শহরের গণ্যমান্য ব্যাক্তিবর্গের অংশগ্রহণে জেলা পরিষদ মিলনায়তন হতে র‌্যালী এবং সাড়ে ১০ টায় জেলা পরিষদ মিলনায়তনে দিবসের প্রতিপাদ্য বিষয় ‘ডিজিটাল আর্থিক ব্যবস্থায় ন্যায্যতা’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। সিলেটরে জেলা প্রশাসক মো: মজিবর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিতব্য আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেটের বিভাগীয় কমিশনার ও সরকারের অতিরিক্ত সচিব ড: মুহাম্মদ মোশাররফ হোসেন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহমদ পিপিএম, সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. নিশারুল আরিফ ও সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্ট্রি এর সভাপতি তাহমিন আহমদ।
দিবসের সকল অনুষ্ঠানে ক্রেতা-বিক্রেতা, ব্যবসায়ী-ভোক্তা নির্বিশেষে সবাইকে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেটের উপ পরিচালক মো: ফখরুল ইসলাম। বিজ্ঞপ্তি