কাজিরবাজার ডেস্ক :
ভারতের পাঁচ রাজ্যে সম্প্রতি অনুষ্ঠিত বিধানসভা নির্বাচন নিয়ে বুথ ফেরত জরিপের আভাস শেষ পর্যন্ত সত্য হতে চলেছে। বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল আটটা থেকে ভোট গণনা শুরু হওয়ার পর থেকেই উত্তর প্রদেশ, গোয়া, উত্তরাখ- ও মনিপুরে বিজেপির উত্থান ঘটতে দেখা যায়। উত্তর প্রদেশে ফের জয় পেয়েছে বিজেপি। অপরদিকে গোয়া, উত্তরাখ- ও মনিপুরে জয়ের পথে রয়েছে পদ্মফুল। ব্যতিক্রম পাঞ্জাব। এ রাজ্যে জয় পেয়েছে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি। বৃহস্পতিবারের ফলে বিশ্লেষণে দেখা যায়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কংগ্রেসমুক্ত ভারত গড়ার স্বপ্নে অনেকটাই এগিয়ে যাচ্ছেন। এই রাজ্যগুলোতে কংগ্রেস তেমন সুবিধা করতে পারেনি।
উত্তরপ্রদেশ রাজনৈতিকভাবে ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও সবচেয়ে জনবহুল রাজ্যÑ সেখানে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নেতৃত্বে বিজেপির ক্ষমতায় প্রত্যাবর্তনকে দলের জন্য বিরাট সাফল্য হিসেবেই দেখা হচ্ছে। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত ফলে দেখা যায়, বিজেপি উত্তর প্রদেশে-২৬৯, গোয়ায় ২০, উত্তরাখন্ডে ৪৭ ও মনিপুরে ৩২ আসন পেয়েছে। পাঞ্জাবে আম আদমি পেয়েছে ৯২ আসন। এ রাজ্যে আম আদমি প্রথমবারের মতো নির্বাচনে অংশ নিয়ে চমক দেখিয়েছে। পাঞ্জাবের জনপ্রিয় অকালি দল বা কংগ্রেসের মতো প্রতিষ্ঠিত রাজনৈতিক শক্তিরা বিরাট বিপর্যয়ের সম্মুখীন হয়েছে। কংগ্রেস রাজ্য সভাপতি নভজোত সিং সিধু, বর্তমান মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চন্নী, অকালি নেতা সুখবীর বাদল ও প্রকাশ সিং বাদল, কিংবা সাবেক মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং (যিনি বিজেপির সঙ্গে হাত মিলিয়ে ভোটে লড়েছিলেন) প্রত্যেকেই নিজেদের আসনে পিছিয়ে আছেন বা হেরে গেছেন। পাঞ্জাবে মুখ্যমন্ত্রী হতে যাচ্ছেন আম আদমির ভগবন্ত সিং মান।
রাজনৈতিক বিশ্লেষকেরা ৫ রাজ্যের এ বিধানসভা ভোটকে ২০২৪ সালের সাধারণ নির্বাচনের সেমিফাইনাল বলেছিলেন। সেই সেমিফাইনালে কিন্তু নিজেদের জয়ের ধারা অব্যাহত রেখে বিজেপি বুঝিয়ে দিল, তাদের কোন বিকল্প আপাতত নেই। কংগ্রেস বিন্দুমাত্র প্রভাব ফেলতে পারেনি ৫ রাজ্যেই। নিজেদের অন্তর্কোন্দলে পাঞ্জাবও হারিয়েছে তারা। ইউপিতে প্রচারাভিযানে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে প্রিয়াঙ্কা গান্ধী টেক্কা দিলেও ফলে পরাজয় হয়েছে কংগ্রেসের। কোন প্রভাবই পড়েনি প্রিয়াঙ্কার প্রচারে। রাহুল গান্ধীর মতোই তার বোনও ভোট প্রচারে চূড়ান্ত ব্যর্থ। ইউপিতে বিজেপির জয়ের পেছনে অনেকেই বলছেন হিন্দুত্ব বড় ফ্যাক্টর হিসেবে কাজ করেছে। কিন্তু বিভাজনের রাজনীতির বিপরীতে অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি (সপা) মানুষের আস্থা অর্জনে ব্যর্থ। উত্তরাখণ্ডে বিজেপির নির্বাচনী মেশিনারির কাছে দুর্বল লেগেছে কংগ্রেসকে। মনিপুর ও গোয়াতে গতবার জিতেও সরকার গড়তে তারা ব্যর্থ হয়েছিল। এবার দুই রাজ্যেই পরাস্ত কংগ্রেস। অন্যদিকে, বিজেপি শিবিরের দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উন্নয়ন কর্মসূচীর বিপরীতে কংগ্রেসের পরিবারতন্ত্র ফের পরাস্ত হয়েছে। অন্যদিকে, দিল্লীর বাইরে পাঞ্জাবেও নিজেদের জয় ছিনিয়ে নিয়ে আপের দাবি, এবার কংগ্রেসের বিকল্প হিসেবে তারাই উঠে আসবেন। দলের নেতা রাঘব চাড্ডার দাবি, অরবিন্দ কেজরিওয়ালই হবেন দেশের পরবর্তী প্রধানমন্ত্রী।